সংক্ষিপ্ত

গত মাসেই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স দেখান জ্যোতি ইয়াররাজি। এবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসেও ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জেতালেন জ্যোতি।

১০০ মিটার হার্ডলসে নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভেঙে দিলেন জ্যোতি ইয়াররাজি। শুক্রবার নতুন রেকর্ড গড়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ব্রোঞ্জ পদক পেলেন জ্যোতি। ২৩ বছরের এই অ্যাথলিট ১২.৭৮ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পেলেন। ২০২২-এর অক্টোবরে ১২.৮২ সেকেন্ড সময় করে ১০০ মিটার হার্ডলসে জাতীয় রেকর্ড গড়েছিলেন জ্যোতি। এবার নিজেরই রেকর্ড উন্নত করলেন এই অ্যাথলিট। শুক্রবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার হার্ডলসের ফাইনালে ১২.৭২ সেকেন্ড সময় করে সোনা জিতলেন স্লোভাকিয়ার ভিক্টোরিয়া ফরস্টার। ১২.৭৬ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন চিনের অ্যাথলিট ইয়ান্নি উ। এর আগে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৩.০৯ সেকেন্ড সময় করে সোনা জেতেন জ্যোতি। বৃষ্টির মধ্যেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। তবে এবার তার চেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েও সোনা জিততে পারলেন না জ্যোতি।

ট্যুইট করে জ্যোতিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি লিখেছেন, ‘জ্যোতি ইয়াররাজিকে অনেক অভিনন্দন। তিনি ব্যক্তিগত সেরা সময় ১২.৭৮ সেকেন্ড করে নতুন রেকর্ড গড়লেন। ৩১-তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেলেন জ্যোতি। এই নিয়ে পঞ্চমবার নিজেরই জাতীয় রেকর্ড উন্নত করলেন জ্যোতি। তিনি প্রমাণ করে দিলেন, ব্যতিক্রমী প্রতিভাবান। শুভেচ্ছা রইল।’

 

 

জ্যোতির পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন অসমের জোড়হাটের ২৫ বছরের অ্যাথলিট অম্লান বর্গোহাইন। পুরুষদের ২০০ মিটার রেসে ব্রোঞ্জ পেয়েছেন অম্লান। তিনি ২০.৫৫ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পান। এটাই এবারের মরসুমে অম্লানের সেরা সময়। অল্পের জন্য নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভাঙার সুযোগ হারালেন অম্লান। তাঁর জাতীয় রেকর্ড ২০.৫২ সেকেন্ডের। সেই রেকর্ড ভাঙতে পারলেন না অসমের এই অ্যাথলিট।

পুরুষদের ২০০ মিটার রেসে সোনা জিতলেন দক্ষিণ আফ্রিকার অ্যাথলিট সেবো ইসাদোর মাৎসোসো। তিনি ২০.৩৬ সেকেন্ড সময় করলেন। রুপো পেয়েছেন জাপানের ইউদাই নিশি। তিনি ২০.৪৬ সেকেন্ড সময় করেন। 

এবারের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এখনও পর্যন্ত ১১টি সোনা, ৫টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পেয়েছে ভারত। এই গেমসে পদক তালিকায় ৪ নম্বরে ভারত। পদক তালিকার শীর্ষে চিন। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে জাপান। ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স বেশ ভালো। আগামী মাসেই শুরু হচ্ছে এশিয়ান গেমস। তার আগে ভারতীয় অ্যাথলিটরা দারুণ ফর্মে। ফলে এশিয়ান গেমসে বেশ কয়েকটি পদকের আশায় ভারত।

আরও পড়ুন-

৭টি ইভেন্টে হাজারেরও বেশি অ্যাথলিট, উদ্বোধনের অপেক্ষায় কমনওয়েলথ ইয়ুথ গেমস

কমনওয়েলথ ইয়ুথ গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের অন্যতম ভরসা বাপি হাঁসদা

PV Sindhu: র‍্যাকেটের বদলে হাতে স্টিয়ারিং, কে এফ ১ কার্টিং সার্কিটে পিভি সিন্ধু