প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা ২০২৫-এ প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধা প্রদান করছে বিভিন্ন সংস্থা। উদয়পুরের নারায়ণ সেবা সংস্থা বিনামূল্যে ট্রাইসাইকেল, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ, থাকা-খাওয়ার ব্যবস্থা প্রদান করছে।

প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা ২০২৫ মানব কল্য়াণের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এই মেলাতে প্রতিদিনই লক্ষ মানুষের ভিড় দেখা যাচ্ছে। আসছেন প্রতিবন্ধীরাও। এই মেলায় বিভিন্ন সংস্থা প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করছে। যার মধ্যে খাদ্য বিতরণ থেকে আছে কম্বল বিতরন। সদ্য উদয়পুরের নারায়ণ সেবা সংস্থা দরিদ্র ও প্রতিবন্ধীদের সকল প্রয়োজনীয় পরিষেবা দিচ্ছে তাও বিনামূল্যে। ট্রাইসাইকেল, হুইলচেয়ার এবং কৃত্রিম অঙ্গ দান করছে এই সংস্থা। সঙ্গে প্রতিবন্ধীদের বিনামূল্যে খাওয়া ও থাকার ব্যবস্থা তো করেছে।

উদয়পুরের নারায়ণ সেবা সংস্থা সেক্টর ১৮-র স্বামী অবধেষানন্দ গিরি ক্যাম্পাসের বিপরীতে অবস্থিত। কুম্ভমেলাতে এই সংস্থা এখনও পর্যন্ত ৫০টি ট্রাইসাইকেল এবং ১৫০টি বেশি কৃত্রিম অঙ্গ দান করছে। তেমনই ভক্তদের জন্য ভাগবত ও রাম কথা শোনার মতো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

নারায়ণ সেবা সংস্থার আন্তর্জাতিক সভাপতি প্রশান্ত আগরওয়াল বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিবন্ধীদের জন্য খুবই উপকারী। বাজারে এগুলোর দাম অনেক বেশি। কিন্তু, এই মেলায় তা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তিনি জানান তাদের ৭০ সদস্যের একটি দল বিভিন্ন কল্যাণমূলক কাজ করছে। তাদের লক্ষ্য ৪৫ দিনে হাজার হাজার ভক্তকে উপকৃত করা।

নারায়ণ সেবা সংস্থার ১৪ জানয়ারি থেকে মহাকুম্ভে বিনামূল্যে খাদ্যশস্য, পোশাক ও কম্বল দিচ্ছে। শত শত মানুষকে বিনামূল্যে থাকার ব্যবস্থাও করছে। পবিত্র স্নান করার সুযোগ দিচ্ছে। এতে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ ভক্ত।

নারায়ণ সেবা সংস্থার পরিচালক বন্দনা আগরওয়াল ও পলক আগরওয়াল বলেন, তারা প্রতিবন্ধীদের পবিত্র স্নান করতে সাহায্য করেছেন। ট্রাইসাইকেল ও হুইলচেয়ার প্রদান করেছেন। কৃত্রিম অঙ্গ দান করা হয়েছে।

এদিক সাধারণ থেকে সমাজের উচ্চ স্তরের মানুষ সকলেই স্না কাড়ছেন কুম্ভতে। সদ্য নরেন্দ্র মোদি স্নান করেন। তার আগে ভুটানের রাজা স্নান করেছিলেন। তেমনই যোগী আদিত্যনাথকে পবিত্র স্নান করতে দেখা গিয়েছিল। সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এই স্থানে।