Samsung Galaxy ফোনের ৫টি গোপন ফিচার জানেন? রইল বিস্তারিত, দেখে নিন একনজরে
- FB
- TW
- Linkdin
অনেক মানুষ স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহার করেন
কারণ ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের মধ্যে স্যামসাং কোম্পানির ফোনই বেশি।
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতাদের মধ্যে স্যামসাং অন্যতম
বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ স্যামসাং স্মার্টফোন ব্যবহার করেন।
সবচেয়ে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি সিরিজ অন্যতম
এই ফোনগুলোতে এমন কিছু ফিচার রয়েছে যা অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক এই ফিচারগুলো সম্পর্কে।
১. স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে ‘বিক্সবি অ্যাসিস্ট্যান্ট’
এর মাধ্যমে ব্যবহারকারীরা অনেক বিশেষ ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে ব্যাটারি লাইফ উন্নত করার মতো বিশেষ সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা। ক্যামেরা অ্যাপ থেকে সরাসরি টেক্সট অনুবাদ করার জন্য ‘বিক্সবি ভিশন’ একটি ভালো অপশন।
২. স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনে ‘এজ প্যানেল’
স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের আকৃষ্ট করার একটি শক্তিশালী ফিচার। তবে অনেক গ্যালাক্সি ফোন ব্যবহারকারীর এটি সম্পর্কে এখনও জানা নেই। স্যামসাং স্মার্টফোনে ব্যবহারকারীরা এক পাশ থেকে সোয়াইপ করলে কিছু অ্যাপ, সেটিংস-এর একটি তালিকা খুলে যায়। এই এজ-প্যানেল অপশনটি খুবই কার্যকরী।
৩. এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত অ্যাপগুলোতে অ্যাক্সেস পেতে পারেন
এছাড়াও বিশেষ ‘গুড লক’ অ্যাপ ডাউনলোড করলে হোম স্ক্রিন, লক স্ক্রিনে অনেক অপশন এখান থেকেই পরিচালনা করা যায়।
৪. হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে ভিডিও কল অপশন থাকলে
স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীরা One UI ইন্টারফেস ব্যবহার করলে ভিডিও কল আরও কার্যকরী হয়। সেটিংসে গেলে এই ফিচারটি দেখা যাবে।
এই ফিচারটি গুগল মিট, জুম মিটিংস, হোয়াটসঅ্যাপ ভিডিও কলেও ব্যবহার করা যাবে
৫. স্যামসাং গ্যালারি অ্যাপে ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ ফিচার হল ‘শেয়ার্ড অ্যালবাম’।
এর মাধ্যমে আপনি একটি অ্যালবাম তৈরি করে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন
আপনার বন্ধুরা এই অ্যালবামের ছবি দেখতে পারবেন।
এমনকি এই অ্যালবামে আরও ছবি যোগ করতেও পারবেন
এই অ্যাপের নিচে ডানদিকে থাকা ‘হ্যামবার্গার আইকন’ এ ক্লিক করে আপনি অ্যালবাম তৈরি করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।