- Home
- Technology
- Cheap OTT Subscription: চলে এল দেশের সবথেকে সস্তার ওটিটি প্ল্যাটফর্ম? মাত্র ৩০ টাকায় বিএসএনএল সিনেমা প্লাস
Cheap OTT Subscription: চলে এল দেশের সবথেকে সস্তার ওটিটি প্ল্যাটফর্ম? মাত্র ৩০ টাকায় বিএসএনএল সিনেমা প্লাস
Cheap OTT Subscription: বিএসএনএল নিয়ে এল তাদের নতুন ওটিটি প্ল্যাটফর্ম। যার নাম সিনেমা প্লাস।

বিএসএনএল-এর নতুন ওটিটি প্ল্যান
ভারতে ৪জি পরিষেবা চালু করার পর, বিএসএনএল এবার ওটিটি জগতেও প্রবেশ করেছে। এল তাদের নতুন ওটিটি প্ল্যাটফর্ম। যার নাম সিনেমা প্লাস। মাত্র ৩০ টাকার বিনিময়ে, ডিডি চ্যানেল এবং একাধিক OTT পরিষেবা অফার করছে তারা। যারা কম খরচে সম্পূর্ণ অনলাইন বিনোদন উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি সেরা বিকল্প হতে পারে।
সিনেমা প্লাস
সিনেমা প্লাস হল একটি OTT বান্ডেল পরিষেবা, যা আগে YuppTV Scope নামে পরিচিত ছিল। এখন এর নাম পরিবর্তন করে সিনেমা প্লাস করা হয়েছে। এই পরিষেবাটি শুধুমাত্র BSNL FTTH (ফাইবার-টু-দ্য-হোম) ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে।
২৪৯ টাকার প্ল্যানও রয়েছে
সিনেমা প্লাসে একাধিক সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। সবচেয়ে সস্তার প্ল্যানটি হল ৩০ টাকার। এছাড়াও ৪৯, ১৯৯ এবং ২৪৯ টাকার প্ল্যানও রয়েছে। ১৯৯ টাকার প্ল্যানে Sony Liv ও Hotstar এবং ২৪৯ টাকার প্ল্যানে Zee5 ও Lionsgate Play অন্তর্ভুক্ত।
সিনেমা প্লাস কীভাবে পাবেন?
সিনেমা প্লাস চালু করতে গেলে আপনার BSNL FTTH কানেকশনের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করে প্ল্যানটি বেছে নিতে হবে। এরপর BSNL সিনেমা প্লাস পোর্টালে লগইন করে কনটেন্ট স্ট্রিম করটে পারবেন। ইতিমধ্যেই BSNL উন্নত সংযোগের জন্য ১ লক্ষ নতুন 4G টাওয়ার স্থাপন করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

