- Home
- Technology
- BSNL VoWiFi: সিগন্যাল না থাকলেও আর কোনও সমস্যা নেই? বিএসএনএল গ্রাহকদের জন্য বিরাট আপডেট
BSNL VoWiFi: সিগন্যাল না থাকলেও আর কোনও সমস্যা নেই? বিএসএনএল গ্রাহকদের জন্য বিরাট আপডেট
BSNL Recharge: রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL সারা দেশে তাদের ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা চালু করেছে। সেইজন্য কোনও অতিরিক্ত চার্জ বা আলাদা অ্যাপের প্রয়োজন নেই।
12

Image Credit : X
বিএসএনএল VoWiFi
BSNL সারা দেশে তার ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) পরিষেবা ইতিমধ্যেই চালু করে দিয়েছে। মোবাইল সিগন্যাল দুর্বল বা না থাকলেও এই পরিষেবার মাধ্যমে ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে কল করা যাবে।
22
Image Credit : Getty
বিএসএনএল ওয়াইফাই কলিং
ওয়াই-ফাই কলিংয়ের মাধ্যমে, BSNL ব্যবহারকারীরা দুর্বল সেলুলার সিগন্যালেও নিরবচ্ছিন্ন ভয়েস কল করতে পারবেন। এই প্রযুক্তি কল করার পাশাপাশি মেসেজ পাঠাতেও সাহায্য করে। এর জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos

