সংক্ষিপ্ত
বিএসএনএল (BSNL Recharge Plan) নিয়ে এল আকর্ষণীয় রিচার্জ প্ল্যান, যা গ্রাহকদের মন জয় করবে। দেখে নেওয়া আক বিষয়টি।
স্বল্প মূল্যে বেশি সুবিধা দিতে রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। ভারত সঞ্চার নিগম লিমিটেড একটি নতুন বার্ষিক রিচার্জ প্যাক বাজারে নিয়ে এসেছে (BSNL Recharge Plan)। এই বিশেষ প্রিপেইড রিচার্জে অতিরিক্ত ভ্যালিডিটির সঙ্গে ডেটা, কল এবং এসএমএস পাওয়া যাবে মোট ৩৬৫ দিন (BSNL affordable plans)।
হোলির অফার হিসেবে বিএসএনএল ১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানটি নিয়ে এসেছে। আগে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল মোট ৩৩৬ দিন। এখন ২৯ দিন বাড়িয়ে ১৪৯৯ টাকার রিচার্জের ভ্যালিডিটি ৩৬৫ দিন বা এক বছর করা হয়েছে। আনলিমিটেড কলের সঙ্গে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস এবং মোট ২৪ জিবি ডেটা পাওয়া যাবে। যারা কম ডেটা ব্যবহার করে থাকেন এবং যাদের বেশি কল করার প্রয়োজন, তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি ভীষণভাবেই উপযুক্ত।
অতিরিক্ত ভ্যালিডিটির এই বিশেষ অফারটি ২০২৫ সালের ৩১ মার্চের আগে রিচার্জ করলেই একমাত্র পাওয়া যাবে। বিএসএনএল ওয়েবসাইট এবং বিএসএনএল সেল্ফকেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে।
বিএসএনএল যখন দেশে ৪জি পরিষেবা চালু করেছে, তখন এই আকর্ষণীয় রিচার্জ অপশনগুলি গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে। বিএসএনএল-এর ৪জি আপগ্রেডেশন কার্যত শেষের দিকে। আশা করা যায় যে, আগামী ২০২৫ সালের জুন মাসের মধ্যে এটি সম্পূর্ণ হয়ে যাবে। ৪জি পরিষেবা শুরু হলে নেটওয়ার্ক এবং কল ড্রপের সমস্যা অনেকটাই মিটে যাবে বলে মনে করা হচ্ছে।
তবে নিঃসন্দেহে এই অফারটি দুর্দান্ত। ভারত সঞ্চার নিগম লিমিটেডের উদ্যোগে একটি নতুন বার্ষিক রিচার্জ প্যাক। যা ইতিমধ্যেই বাজারে চলে এসেছে (BSNL Recharge Plan)। এই বিশেষ প্রিপেইড রিচার্জে অতিরিক্ত ভ্যালিডিটির সঙ্গে ডেটা, কল এবং এসএমএস পাওয়া যাবে। যা মোট ৩৬৫ দিনের একটি প্ল্যান (BSNL affordable plans)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।