সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় অরোরার ভিডিও ছেয়ে গেছে। তবে নরওয়েলের এক এক্স ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, আজ রাতে আমরা সবথেকে শক্তিশালী নর্দান লাই দেখেছি।

 

আকাশজুড়ে আলোর খেলা! মন ভরিয়ে দিল অরোরা বা নর্দান লাইটস। ইউরোপীয় আকাশে বছরের এই সময়টা লাল, সবুজ, বেগুলি, হলুদ আলোয়ে ভরে যায়। যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয় পর্যটকরা। তাদের তোলা বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এই ঘটনাকে বলে অরোরা বোরিয়ালিল। রাশিয়া, ইউক্রেন, সাইবেরিয়া ও ইউরালের বিস্তৃত এলাকা থেকে রাতের আকাশ সেজে ওঠে রঙির মরু আলোয়।

সোশ্যাল মিডিয়ায় অরোরার ভিডিও ছেয়ে গেছে। তবে নরওয়েলের এক এক্স ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, 'আজ রাতে আমরা সবথেকে শক্তিশালী নর্দান লাই দেখেছি। প্রায় ৬ বছর ধরে প্রতিটি শীতেই এই আরোরা দেখছি। প্রায় ৬ বছর ধরে প্রতি রাতে অরোরা দেখি আমি। এর আগে খালি চোখে কখনই এতসুন্দর দেখতে পাইনি। এবার খালি চোখেই লাল আলোর খেলা দেখেছি। '

 

 

 

বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছে। অর্কনির এক বাসিন্দা জানিয়েছে, অর্কনিতে দিন রাত সর্বদাই জ্বলন্ত সূর্য। রাতে অরোরা জ্বলজ্বল করছে। বসনিয়া আর ক্রোয়েশিয়ার আকাশেও চলছে আলোর খেলা।

 

 

 

অরোরার কারণ- সূর্য থেকে যে চার্জযুক্ত কণার স্রোত প্রবাহিত হয়ে পৃথিবীর বায়ু মণ্ডলে প্রবেশ করে। গ্যাসের অণুর সঙ্গে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফেল আলোর ফোটন নির্গত হয়। যা মনমুদ্ধকর অরোরা তৈরি করে। সাধারণত উত্তর মেরুর কাছাকাছি এই ঘটনা ঘটে। উত্তরের আলোগুলি গত দশকের তুলায় এই বছর উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে বলেও আশা করা হচ্ছে। যা সৌর কার্যকলাপ বৃদ্ধির কারণ।

YouTube video player