সংক্ষিপ্ত

সাইবার দুর্নীতি যেন ক্রমশই বেড়ে চলেছে।

আর এবার খোদ বিশ্বের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন রিনিউ করার প্রক্রিয়াতেও যেন প্রতারণার ফাঁদ। বিপদে পড়তে পারেন অসংখ্য মানুষ।

বিশ্বজুড়ে নেটফ্লিক্সের কোটি কোটি গ্রাহক। অনেকে প্রতি মাসে, আবার কেউ কেউ প্রতি বছরে নিজেদের সাবস্ক্রিপশন রিনিউ করে থাকেন। সেইসব ইউজারদেরই এবার একবার সতর্ক করে দেওয়া হল। কারণ, রিনিউ করার সময় হ্যাকাররা হাতিয়ে নিতে পারে গ্রাহকদের ব্যক্তিগত এবং ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য।

ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন এবং অস্ট্রেলিয়া সহ মোট ২৩টি দেশের গ্রাহকরা এহেন বিপদের সম্মুখীন হয়েছেন বলেই জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। সাধারণত, যেকোনও উন্নত অ্যাপ্লিকেশনের পেমেন্ট গেটওয়ে টু-ওয়ে অথেন্টিকেশন মেথডের মধ্য দিয়েই লেনদেন সম্পন্ন করে থাকে। কিন্তু এই গোটা প্রসেসের মধ্যে যদি কোনও বাগ বা ম্যালওয়্যার প্রবেশ করে যায়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়।

তবে আসলে এইরকম কিছুই ঘটছে না। গোলমাল অন্য জায়গায়। আসলে হ্যাকাররা নেটফ্লিক্সের নাম করে গ্রাহকদের একটি এসএমএস করছে। যেখানে বলা হচ্ছে যে, আপনার পেমেন্ট প্রক্রিয়ায় বেজায় সমস্যা হচ্ছে। পরিষেবা চালু রাখতে গেলে একটি বিশেষ লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। আর তাতে ক্লিক করলেই বিপদে পড়তে হচ্ছে ইউজারদের।

তাই সতর্ক করে দিয়ে জানানো হচ্ছে যে, সন্দেহজনক কোনও নম্বর থেকে লিঙ্ক পেলে তাতে ভুলেও ক্লিক করবেন না। পেমেন্ট সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে নেটফ্লিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন। এসএমএস করে বারবার পেমেন্ট করতে বলা হলে, তা অবশ্যই এড়িয়ে চলুন।

এমনকি, যে আইডি থেকে মেসেজ আসছে, তা আদৌ বিশ্বাসযোগ্য কি না, তাও একবার খতিয়ে দেখুন। সেইসঙ্গে, ভুলবশত যদি এই ধরনের কোনও লিঙ্কে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন, তবে দ্রুত নেটফ্লিক্সের পাসওয়ার্ডটিই বদল করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।