- Home
- Technology
- আপনার ফোনেও কি অজান্তেই ডাউনলোড হয়েছে জেমিনি নামের এই অ্যাপ! জানেন কি এই অ্যাপ কী কাজ করে?
আপনার ফোনেও কি অজান্তেই ডাউনলোড হয়েছে জেমিনি নামের এই অ্যাপ! জানেন কি এই অ্যাপ কী কাজ করে?
- FB
- TW
- Linkdin
Gemini app: এমটা কি আপনাপ ফোনেও হয়েছে যে আপনি জানেনও না কখন যেন আপনারই অজান্তে আপনার ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে জেমিনি নামের একটি অ্যাপ।
বিশেষত যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের ফোনে এই অ্যাপ অজান্তেই ডাউনলোড হয়ে গিয়েছে।
এবার আপনার মনে সন্দেহ জাগতেই পারে 'কি এই অ্যাপ কেন এমনভাবে অজান্তেই বা মোবাইল ফোনে এভাবে ডাউনলোড হল? আমি তো করিনি?'
আপনারও যদি এবার এমনটা মনে হচ্ছে তবে জেনে নিন এই জেমিনি অ্যাপ আসনে কী-
Starting today, Gemini Advanced users get priority access to our latest 2.0 Experimental Advanced model, Gemini-Exp-1206. This model is designed to help you with more complex tasks such as:
🧑💻 Advanced coding challenges
🧮 Solving math problems
🧠 Reasoning & instruction… pic.twitter.com/TYrKkijDpU— Google Gemini App (@GeminiApp) December 17, 2024
জেমিনি অ্যাপ হল আসলে গুগুল বা সিরি-র মতোই গুগলেরই আরও একটা আ্যাপ।
We launched a new, interactive video analyzer in @googleaistudio that you can use to test Gemini 2.0 for video understanding! 🎉 It parses the model's timecode results to make it way easier to explore results. Try it here: https://t.co/EQmS0F5DaZ And here's a demo video of things… pic.twitter.com/HXeGhXDxW4
— Alexander Chen (@alexanderchen) December 16, 2024
যা আপনার অতি ব্যস্ত সময় আপনার অত্যন্ত ব্যস্ত সময়ে আপনার সবচেয়ে প্রয়োজনীয় বন্ধু হয়ে উঠতে পারে।
Introducing Deep Research, your personal agentic AI research assistant. Rolling out starting today in Gemini Advanced.
With Deep Research, you can create in-depth research reports on complex topics, complete with source links, giving you hours of research at your fingertips in… pic.twitter.com/YMO466Ni6g— Google Gemini App (@GeminiApp) December 11, 2024
এই অ্যাপ ওপেন করে আপনি তাঁকে ফোনের বিষয়ে বা কিছু জানার বিষয়ে আপনি লিখে বা মৌখিক জানতে পারেন।
এছাড়া আরও অনেক চমকপ্রদ ফিচার রয়েছে এই অ্যাপের, যেগুলি আপনার ভালো লাগতে বাধ্য।
সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল আপনি খুব ব্যস্ত সময়ে কাউকে ফোন করতে চাইলে মৌখিকভাবে জেমিনিকে কমান্ড করলেই সে আপনার হয়ে উক্ত নম্বরে কল করে দেবে।
আর আপনি মোবাইলে হাত না দিয়েই স্পিকারে সেই ব্যক্তির সঙ্গে সব কথা বলে নিতে পারবেন।
তাও যদি আপনার মনে হয় যে আপনি এই অ্যাপ ফোনে রাখতে চান না তবে আপনি একে বাকি অ্যাপের মতোই আনইনস্ট করে দিতে পারবেন।