- Home
- Technology
- ১০০ জন সাবস্ক্রাইবার পাবেন একদিনেই, জেনে নিন কীভাবে সম্ভব, কেমন আয় হবে YouTube চ্যানেল থেকে
১০০ জন সাবস্ক্রাইবার পাবেন একদিনেই, জেনে নিন কীভাবে সম্ভব, কেমন আয় হবে YouTube চ্যানেল থেকে
- FB
- TW
- Linkdin
বর্তমানে আয়ের এক উৎসে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন অনেকেই।
ভিডিও বানিয়ে আয় করে থাকেন অনেকে। কিন্তু আপনি ভিডিও বানালেন আর তা ভাইরাল হল এমন নয়।
এমন অনেকে আছেন যারা প্রচুর ভিডিও বানান। কিন্তু, তাতে কিছুতেই ভিউয়ার্স আসে না। আর ভিউয়ার্স না আসলে সাবস্ক্রাইবার পাওয়া মুশকিল।
সাবস্ক্রাইবার যত বাড়বে তত বাড়বে আপনার আয়। ১০০০ জন সাবস্ক্রাইবার পেলেই তার থেকে আয় শুরু হয়।
এখন প্রশ্ন হল কীভাবে ইউটিউবে ভিউয়ার্স টানবেন। আর কীভাবে বাড়াবেন সাবস্ক্রাইবার। এবার থেকে ভিডিও পোস্ট করার সময় মাথায় রাখুন এই টিপস।
শর্ট ভিডিও
চেষ্টা করুন শর্ট ভিডিও তৈরি করতে। শর্ট ভিডিও ১০ থেকে ২০ গুণ বেশি চলে। এটি দর্শকদের দ্রুত আকর্ষণ করে। ফলে বাড়ে ভিউয়ার্স। আর ভিউয়ার্স থেকে বাড়ে সাবস্ক্রাইবার।
থামনেল
থামনেইল থেকে সব থেকে বেশি ভিউস আনে। তাই আকর্ষণীয় থামনেইল দিন। যা দেখে বোঝা যায় আপনি কোন বিষয় ভিডিও বানাচ্ছেন। আর আকর্ষণীয় থামনেল করতে গিয়ে বিষয়ের সঙ্গে মিল নেই এমন থামনেল দেবেন না।
হ্যাশট্যাগ
ভিডিও-তে অবশ্যই হ্যাশট্যাগ দেবেন। লোকে কী দিয়ে সার্চ করতে পারে সেই ভেবে হ্যাশট্যাগ দিন। অন্যের ট্যাগ কপি করলে লাভ নেই। তাই নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করুন।
ট্রেন্ডিং বিষয়
ইউটিউবে পোস্ট করা ভিডিওতে রিচ আনতে পারলে ভিউজ আসবে। ভিউজ আসলে সাবস্ক্রাইবার বাড়বে। তাই ট্রেন্ডিং বিষয় ভিডিও বানান। এতে দ্রুত দর্শকদের নজর কাড়বে।
আপলোড
সঠিক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার পেতে চাইলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। টাইম ফিক্সড করতে হবে। কোন সময় ভিউজ আসে সেটা রিসার্চ করে নিন। সেই সময় পোস্ট করুন।
কমেন্টে রিপ্লাই
এরই সঙ্গে সব সময় দর্শকদের কমেন্টে রিপ্লাই দিন। দর্শকদের সঙ্গে যোগসূত্র তৈরি করুন। এতে দ্রুত সকলের কাছে পৌঁছাতে পারবেন।
দর্শকদের অনুরোধ
ভিডিও মাঝখানে এসে দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতে হবে। শুরুতেই অনুরোধ করলে নেতিবাচক প্রভাব পড়বে। আপনার ভিডিওর সব থেকে আকর্ষণীয় জায়গা যেটা সেই সময় দর্শকদের অনুরোধ করুন।
গুণগত মান
ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার পেতে চাইলে সবার আগে নজর দিন ভিডিওতে গুণগত মানের দিকে। সাউন্ড, ক্যামেরা, সিনেমাটোগ্রাফি, এডিটিং- সব বিষয় খেয়াল রাখুন।
আয়
ইউটিউবে ১০০০ জন সাবস্ক্রাইহার হলে আয় শুরু হবে। গেমিং ভিডিও থেকে আয় ৩৭.৫০ টাকা থেকে ৩০০ টাকা।
টেক রিভিউ ভিডিও থেকে আয় হবে ৭৫ টাকা থেকে ৩৭৫ টাকা। বিউটি ও ফ্যাশন ভিডিও থেকে ৬০ টাকা থেকে ২৬২.৫০ টাকা আয়।
কমেডি ভিডিও থেকে আয় হবে ৩০ টাকা থেকে ১৮৭.৫০ টাকা। এডুকেশন ভিডিও থেকে ৩৭.৫০ টাকা থেকে ২২৫ টাকা আয় হয়।
ট্রাভেল ভ্লগ থেকে ৩০ টাকা থেকে ১৮৭ টাকা আয়। হেলথ ও ফিটনেস থেকে ৫২.৫০ টাকা থেকে ৩০০ টাকা আয় হয়।
এবার থেকে এই সকল নিয়ম মেনে চলুন। এতে দ্রুত বাড়বে সাবস্ক্রাইবার।
এই সকল নিয়ম মেনে ভিডিও পোস্ট সকলে সবার আগে বাড়বে রিচ। রিচ আনতে পারলে ভিউজ আসবে। ভিউজ আসলে সাবস্ক্রাইবার বাড়বে।
তাই ভিডিও তৈরির সময় অবশ্যই মাথায় রাখুন এই সকল টিপস।