OnePlus Nord ৪ ফোনে নাকি অবিশ্বাস্য ছাড়! অ্যামাজনে দুর্দান্ত অফার, জানেন তো?
অ্যামাজনে ওয়ানপ্লাস নর্ড ৪ স্মার্টফোনের দাম কমানো হয়েছে। বিস্তারিত জেনে নিন।
18

ভারতে ওয়ানপ্লাস স্মার্টফোনের চাহিদা বেশি
ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল।
28
এই ফোনের চাহিদা দিন দিন বাড়ছে
অ্যামাজনে এই ফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে।
38
৩০,০০০ টাকার কমে নতুন স্মার্টফোন কিনতে চাইলে ওয়ানপ্লাস নর্ড ৪ ভালো বিকল্প
অ্যামাজনে এই ফোনের দাম ৩২,৯৯৯ টাকা।
48
১২% ছাড়ে ২৮,৯৭৮ টাকায় কিনতে পারবেন
ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও রয়েছে।
58
Image Credit : OnePlus India Twitter
নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪,০০০ টাকা ছাড় পেতে পারেন
কম বাজেটে EMI-তেও কিনতে পারবেন।
68
Image Credit : our own
অ্যামাজন ১,৪০৬ টাকা EMI অফার করছে
পুরনো ফোন এক্সচেঞ্জ করে ২২,৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
78
Image Credit : our own
মাত্র হাজার টাকায় দুর্দান্ত কুলার! যেকোনো গরমে ঠান্ডা হাওয়া!
ওয়ানপ্লাস নর্ড ৪ IP65 রেটিং প্রাপ্ত, যা ধুলো ও জল থেকে সুরক্ষা দেয়।
88
Image Credit : OnePlus India Twitter
এতে ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০Hz
এটি অ্যান্ড্রয়েড ১৪ চালিত। স্ন্যাপড্রাগন ৭+ জেনারেল ৩ চিপসেট আছে।
এতে ১৬ জিবি পর্যন্ত RAM এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। ৫০+৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ৫৫০০mAh ব্যাটারি ফাস্ট চার্জিং সুবিধা সম্পন্ন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos