সংক্ষিপ্ত

আপনার পছন্দের অ্যাপ থেকেই হয়ত হয়ে যাচ্ছে ডেটা লিকের মতো ঘটনা। 

প্রত্যেকেই ডুবে আছেন কাজের চাপে। আর এই পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য একটু বিরতি পেলেই অনেকেই হাতে তুলে নেন নিজের প্রিয় স্মার্টফোনটি। যার মধ্যে রয়েছে একাধিক অ্যাপ্লিকেশন। ক্যান্ডি ক্র্যাশ সাগা থেকে শুরু করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম কিংবা টিন্ডার। হরেকরকম অ্যাপের মেলা।

কেউ খেলছেন গেম, আবার কেউ মেসেজ করেই সময় কাটাচ্ছেন। এই অবধি এমনিতে সব ঠিকই ছিল। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে অন্য জায়গায়। এইরকম কিছু অ্যাপই নাকি আড়ি পাতছে ইউজারদের পার্সোনাল জীবনে। আর এবার সামনে চলে এল চমকে দেওয়ার মতো তথ্য।

গত ৯ জানুয়ারি, ‘৪০৪ মিডিয়া’নামে একটি সংস্থা এই তথ্য সামনে নিয়ে এসেছে। সেই প্রতিবেদনে গ্রেভি অ্যানালিটিক্স একটি লোকেশন ডেটা ব্রোকারের সাম্প্রতিক তথ্য তুলে ধরেছে। মূলত, ডেটা লঙ্ঘনের বিষয়ে আলোকপাত করা হয়েছে। যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, বেশকিছু জনপ্রিয় অ্যাপ তাদের ব্যবহারকারীদের রিয়েল টাইম অবস্থানগুলি অ্যাক্সেস করে নিয়ে তাদের উপর আড়ি পেতে থাকে।

কোন কোন অ্যাপ? জানা যাচ্ছে, প্রকাশিত নমুনা ডেটাতে ক্যান্ডি ক্রাশ সাগা গেমিং অ্যাপ এবং টিন্ডারের মতো জনপ্রিয় ডেটিং অ্যাপের নাম সেই তালিকায় রয়েছে। ফেডারেল ট্রেড কমিশন (FTC) এই রিপোর্ট দিচ্ছে। সম্মতি ছাড়াই গ্রাহকের পার্সোনাল তথ্য বিক্রি করার জন্য গ্রেভি অ্যানালিটিক্স এবং তার সহায়ক সংস্থা ভেনটেলকে নিষিদ্ধ করার পরেই এই তথ্য এবার সামনে এল।

ফাঁস হওয়া তথ্যে হোয়াইট হাউস, ক্রেমলিন, ভ্যাটিকান সিটি এবং বিশ্বব্যাপী বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা ডিভাইসগুলি সহ ৩০ মিলিয়নেরও বেশি লোকেশন ডেটা পয়েন্ট রয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।