Whatsapp Passkey: আপনার চ্যাট ব্যাকআপ হবে এখন আরও সুরক্ষিত, নেপথ্যে হোয়াটসঅ্যাপ পাসকি
Whatsapp Passkey: ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডির মাধ্যমে চ্যাট ব্যাকআপ সুরক্ষিত করার জন্য ‘পাসকি’ ফিচার চালু করেছে মেটার বিখ্যাত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ভারতীয় ব্যবহারকারীদের জন্য নিঃসন্দেহে একটি সহজ এবং নিরাপদ আপডেট।

হোয়াটসঅ্যাপ পাসকি
এখন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপকে আরও সুরক্ষিত রাখতে লম্বা পাসওয়ার্ড বা ৬৪-সংখ্যার কোনও কী মনে রাখার দরকার নেই। এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষার পাশাপাশি হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই পাসকি সাপোর্ট চালু করে দিয়েছে।
পাসকি আসলে কী জিনিস?
পাসকি হল পাসওয়ার্ড-বিহীন একটি অথেন্টিকেশন পদ্ধতি। পাসওয়ার্ডের পরিবর্তে মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা স্ক্রিন লক পিন কিংবা প্যাটার্ন দিয়ে অ্যাকাউন্ট যাচাই করাকেই বলা হয় পাসকি।
চ্যাট ব্যাকআপ কীভাবে সুরক্ষিত রাখা হয়?
নতুন পাসকি ফিচারটি গুগল ড্রাইভ বা আইক্লাউডে থাকা এনক্রিপ্টেড চ্যাট ব্যাকআপে বায়োমেট্রিক ভেরিফিকেশনকেও যুক্ত করে। আগে পাসওয়ার্ড বা ৬৪-সংখ্যার কী লাগত, এখন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডিই যথেষ্ট।
পাসকি ভিত্তিক ব্যাকআপ কীভাবে চালু করবেন?
আপনার ফোনে এই ফিচারটি এলে, নিচের সহজ ধাপগুলি অনুসরণ করে পাসকি-ভিত্তিক এনক্রিপ্টেড ব্যাকআপ চালু করতে পারেন।
• হোয়াটসঅ্যাপ খুলুন।
• Settings (সেটিংস) অপশনে যান।
• Chats (চ্যাটস) এ ট্যাপ করুন।
• Chat backup (চ্যাট ব্যাকআপ) সিলেক্ট করুন।
• End-to-end encrypted backup এ ট্যাপ করুন।
• অথেন্টিকেশন পদ্ধতি হিসেবে Passkey সিলেক্ট করুন।
ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই আপডেটটি কেন গুরুত্বপূর্ণ?
ভারতে ব্যবহারকারীরা প্রায়ই ফোন পরিবর্তন করেন, তাই চ্যাট হিস্ট্রি রাখার জন্য ব্যাকআপ জরুরি। এই পাসকি আপডেট ভারতীয়দের জন্য খুবই উপকারী একটা বিষয়। ডিভাইস চুরি হলেও ব্যাকআপ সুরক্ষিত থাকবে।
স্টোরেজ পরিচালনা করতে সাহায্য করবে
হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই একাধিক আপডেট নিয়ে এসেছে। তার মধ্যে একটি নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট ফিচার রয়েছে। যা দেখাবে কোন চ্যাট কতটা স্টোরেজ নিচ্ছে। এটি স্টোরেজ পরিচালনা করতে সাহায্য করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

