সংক্ষিপ্ত

ইউক্রেনের (Ukraine) ভাগ্য বাজি রেখে, ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) 'একক যুদ্ধ'এ চ্যালেঞ্জ জানালেন এলন মাস্ক (Elon Musk)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine Crisis), প্রথম থেকেই উফক্রেনের পক্ষে রয়েছেন টেসলা (Tesla) এবং স্পেসএক্স (SpaceX) সংস্থার সিইও।
 

বাজি ইউক্রেনের (Ukraine) ভাগ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) 'একক যুদ্ধ'এ চ্যালেঞ্জ জানালেন এলন মাস্ক (Elon Musk)। সোমবার এক টুইট করে টেসলা (Tesla) এবং স্পেসএক্স (SpaceX) সংস্থার সিইও লিখেছেন, 'এতদ্বারা আমি ভ্লাদিমির পুতিনকে একক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। বাজি হল ইউক্রেন'। অর্থাৎ, তাঁদের লড়াই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে।

একটি টুইট করেই থেমে যাননি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক। পুতিনের কোনও ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট নেই, তাই মাস্ক রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি টুইটার হ্যান্ডেলকেই ট্যাগ করে জানতে চেয়েছেন, পুতিন এই লড়াইয়ে সম্মত কিনা। মজার বিষয় হল, ভ্লাদিমির পুতিন, ইউক্রেন এবং পুতিন এই লড়াইয়ে সম্মত আছেন কিনা - এই কথাগুলি মাস্ক লিখেছেন রুশ বর্ণমালা ব্যবহার করে।

রুশ-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) শুরু থেকেই, কথায় ও কাজে নানাভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন টেসলা ও স্পেসএক্স-এর সিইও। তাই বলে, ভ্লাদিমির পুতিন, যিনি জুডো (Judo), সাম্বো (Sambo), কিয়োকুশিনের (Kyokushin) মতো বিভিন্ন মার্শাল আর্টস-এ পারদর্শী এবং স্ট্রংম্যান ভাবমূর্তির - সেই পুতিনকে একক যুদ্ধে আমন্ত্রণ জানানো না কি কাজের কথা? টুইটারে এলন মাস্কের মোট ৭ কোটি ৭০ লক্ষ ফলোয়ার্স রয়েছে। তাদের একজন লিখেছিলেন, টেসলার প্রতিষ্ঠাতা সম্ভবত ভাবেননি যে তাঁর সামনে কী চ্যালেঞ্জ আসতে পারে। এর জবাবে, মাস্ক লিখেছেন, তিনি গুরুতরভাবে ভেবেই এই প্রস্তাব দিয়েছেন। এই বিষয়ে ক্রেমলিন (Kremlin) এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনকে 'অসামরিকীকরণ ও বিচ্ছিন্ন' করার জন্য রুশ সেনাবাহিনীকে (Russian Army) একটি বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে শুরু হয়েছিল রাশিয়ার আক্রমণ। তার পর থেকে গত ২০ দিনে কমপক্ষে ৫৯৬ জন অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ (United Nations)। তবে, মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলেই মনে করা হয়। আরও লক্ষাধিক লোক ভিটেমাটি ছাড়া হয়েছে। প্রাণ বাঁচাতে, ২৮ লক্ষেরও বেশি মানুষ পোল্যান্ড (Poland) এবং অন্যান্য প্রতিবেশী দেশে পালিয়েছেন। সোমবারই দুই দেশের প্রতিনিধিরা আরও এক দফা আলোচনা করেছেন। তবে, দ্বন্দ্বের কোনও সমাধান হয়নি। 

যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন এলন মাস্ক। চলতি মাসের শুরুতে ইউক্রেনিয় প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিও (Volodymyr Zelenskyy) তাঁর সঙ্গে কথা বলেন। যুদ্ধের পর, ইউক্রেনে 'সম্ভাব্য মহাকাশ প্রকল্প' নিয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলে জানান জেলেনস্কি। রুশ সামরিক অভিযানের কারণে নেটওয়ার্ক সংযোগ বিঘ্নিত হওয়ার পর, ইউক্রেনে ইন্টারনেট সুবিধাও এনে দিয়েছেন এলন মাস্ক। টেসলার স্টারলিঙ্ক ইন্টারনেট টার্মিনালগুলি (Starlink Internet Terminals) পাঠানো হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে।