সংক্ষিপ্ত
- অস্কারের ৯২তম আসরের মনোনয়ন চূড়ান্ত
- সব থেকে আলোচিত ছবি‘জোকার’
- ছবিটি ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে
- ছবিটির পরিচালক ‘১৯১৭’ এর স্যাম মেন্ডেস
সিনেমা জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯২তম আসরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন অস্কার পুরস্কারের এবারের আসরের পর্দা উঠবে। তালিকায় সেরা চলচ্চিত্র হিসেবে প্যারাসাইটের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়া, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে মনোননয়ন পেয়েছেন প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত ছবি ‘১৯১৭’-এর পরিচালক স্যাম মেন্ডেস। ‘জোকার’ ছবিতে অভিনয় করা জোয়াকুইন ফনিক্সের নাম রয়েছে সেরা অভিনেতার তালিকায়।
এছাড়াও ‘জুড়ি’তে অভিনয় করা রিনি জেলওয়েগার রয়েছেন সেরা অভিনেত্রীর তালিকায় এবং ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ খ্যাত ব্রাড পিটের নাম রয়েছে সেরা পার্শ্ব অভিনেতার তালিকায়, আর ‘ম্যারেজ স্টোরি’ খ্যাত লরা ডার্ন রয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায়।
দেখা যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা 'জোকার'-এর পাল্লাই সবচেয় ভারী। ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ছবিটি। ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বা অস্কার গতবারের মতো সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হবে। ২০২০ অস্কারের দৌড়ে শেষ পর্যন্ত কোন ছবি এবং কোন তারকারা মনোনয়ন পেলেন তার গোটা তালিকা প্রকাশ করল দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবারের অস্কারের মনোনয়ন তালিকায় সেরা ছবিঃ-
১. ফোর্ড ভার্সেস ফেরারি
২. ১৯১৭
৩. প্যারাসাইট
৪. জোকার
৫. ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড
৬. দ্য আইরিশম্যান
৭. ম্যারিজ স্টোরি
৮. লিটল উইম্যান
৯. জোজো র্যাবিট
সেরা পরিচালকঃ-
১. স্যাম মেন্ডেজ (১৯১৭)
২. কুয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড)
৩. মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান)
৪. বং জুন-হো (প্যারাসাইট)
৫. টড ফিলিপস (জোকার)
সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মঃ-
১. প্যারাসাইট (সাউথ কোরিয়া)
২. পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন)
৩. লা মিজারেভ (ফ্রান্স)
৪. কর্পাস ক্রিস্টি (পোল্যান্ড)
৫. হানিল্যান্ড (নর্থ ম্যাকেডনিয়া)
সেরা অভিনেতাঃ-
১. ওয়াকিন ফিনিক্স (জোকার — আর্থার ফ্লেক/জোকার)
২. অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি — চার্লি বারবার)
৩. জনাথন প্রাইস (দ্য টু পোপস — পোপ ফ্রান্সিস)
৪. আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি — সালভাদর মালো)
৫. লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড — রিক ডালটন)
সেরা অভিনেত্রীঃ-
১. রেনে জেলওয়েগার (জুডি — জুডি গারল্যান্ড)
২. শার্লিজ থেরন (বম্বশেল — মেগান কেলি)
৩. স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি — নিকোল বারবার)
৪. সার্সা রোনান (লিটন উইম্যান — জোসেফিন 'জো' মার্চ)
৫. সিনথিয়া এরিভো (হ্যারিয়েট — হ্যারিয়েট টাবম্যান)
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লেঃ-
১. ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড (কুয়েন্তিন তারান্তিনো)
২. নাইভস আউট(রিয়ান জনসন)
৩. ম্যারিজ স্টোরি (নোয়াহ বৌমবাক)
৪. ১৯১৭ (স্যাম মেন্ডেল, ক্রিস্টিন
৫. প্যারাসাইট (বং জুন-হো, হান জিন-ওন)
সেরা সিনেমাটোগ্রাফিঃ-
১. ১৯১৭ — রজার ডিকিনস
২. জোকার — লরেন্স শের
৩. দ্য লাইটহাউজ — জারিন ব্লাশকে
৪. দ্য আইরিশম্যান — রদ্রিগো প্রিয়েতো
৫. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড — রবার্ট রিচার্ডসন
সেরা ফিল্ম এডিটিং
১. প্যারাসাইট
২. ফোর্ড ভার্সেস ফেরারি
৩. জোজো র্যাবিট
৪. দ্য আইরিশম্যান
৫. জোকার
সেরা প্রোডাকশন ডিজাইন
১. ১৯১৭
২. প্যারাসাইট
৩. দ্য আইরিশম্যান
৪. ওয়ান্স আপন আ টাইম...ইন হলিউড
৫. জোজো র্যাবিট
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মঃ-
১. মিসিং লিংক
২. ক্লাউস
৩. আই লস্ট মাই বডি
৪. হাউ টু ট্রেইন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড
৫. টয় স্টোরি ৪
সেরা অরিজিনাল সংঃ-
১. "(আই অ্যাম গোনা) লাভ মি অ্যাগেইন" — রকেটম্যান
২. "ইনটু দ্য আননোন" — ফ্রোজেন ২
৩. "আই অ্যাম স্টান্ডিং উইথ ইউ" — ব্রেকথ্রু
৪. "স্ট্যান্ড আপ" — হ্যারিয়েট
৫. "আই কান্ট লেট ইউ থ্রো ইউওরসেলফ অ্যাওয়ে" — টয় স্টোরি ৪