সংক্ষিপ্ত

চিনে শীলকালীন অলিম্পক্স উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন যক্তরাষ্ট্র চিনকে বাণিজ্যিক  প্রতিযোগিতায় ফেলতে চাইছে। সেই কারণেই এই বিল পাশ করা হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলি দীর্ঘ দিন ধরেই চিনের অধিকার রক্ষা ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ তুলেছে। কিন্তু বারবারই চিন সেই অভিযোগ অস্বীকার করেছে। 
 


চিনের (China) সঙ্গে আবার নতুন করে বাড়তে চলেছে মার্কিন (USA)  প্রতিযোগিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ (House Of representative Bill) শুক্রবার রিপাবলিকানদের তীব্র বিরোধিতা সত্ত্বেও চিনের সঙ্গে প্রতিযোতি বাড়ান ও সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিল পাশ করেছে। এক্ষেত্রে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলেও সূত্রের খবর। হাউসে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিকরা। তাদের সমর্থনের জোরেই আমেরিকা কম্পিটিস অ্যাক্ট ২০২২ পাশ  হয়েছে। তবে একজন ডেমোক্র্যাট ভোট দেননি। বিলটি পাশ হয়েছে ২২২-২১০ ভোটে। 

চিনে শীলকালীন অলিম্পক্স উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন যক্তরাষ্ট্র চিনকে বাণিজ্যিক  প্রতিযোগিতায় ফেলতে চাইছে। সেই কারণেই এই বিল পাশ করা হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলি দীর্ঘ দিন ধরেই চিনের অধিকার রক্ষা ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ তুলেছে। কিন্তু বারবারই চিন সেই অভিযোগ অস্বীকার করেছে। 

হাউস অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাশ হওয়ার পর বিলটি পাঠাটে হবে হোয়াইট হাউসে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের  প্রয়োজন রয়েছে। তবে তার আগে বিলটি উভয় চেম্বারে পাশ করাতে হবে। এই আলোচনার জন্য দীর্ঘ সময় লাগতে পারে। তবে বাইডেন আগেই একটি বিবৃতিতে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। তিনি একটিকে একটি গুরুত্বপূর্ণ আইন বলেছেন। 

মার্কিন হাউস গবেষণা ও উন্নয়নের জন্য প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে। যার মধ্যে অটো ও কম্পিউটার ব্যবহৃত পণ্য উৎপাদন ও গবেষণাগুলিতে সোমিকন্ডাক্টর উৎপাদন গবেষণায় ভর্তুকি দেওয়ার জন্য ৫২ বিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি দেওয়া হবে। সাপ্লাই চেইনগুলি সমস্যা সমাধানের জন্য অর্থ বিনিয়োগ করা হবে। ৬ বছরে বিনিয়োগ করা হবে ৪৫ বিলিয়ন ডলার। 

এই বিলে মার্কিন বাণিজ্যবিধিতে পরিবর্তনের কথাও উল্লেখ করা হয়েছে। চিনের বাজার দখল করার কথাও বলা হয়েছে। বিলটি উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার কথা বলা হয়েছে।