হরিয়ানায় ভোটের লম্বা লাইন, ভোট দিলেন কুমারী শৈলজা, লাইনে দাঁড়ালেন টিকটক তারকা

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা ভোট ভারতে। সোমবার হরিয়ানা বিধানসভার মোট  ৯০টি আসনের জন্য  ভোটগ্রহণ চলছে। 

/ Updated: Oct 21 2019, 01:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভা ভোট ভারতে। সোমবার হরিয়ানা বিধানসভার মোট  ৯০টি আসনের জন্য  ভোটগ্রহণ চলছে। ১৯,৫৭৮টি পোলিং স্টেশনে নিজেদের গণতান্ত্রিক আধিকার প্রয়োগ করছেন ভোটাররা। ফল ঘষণা হবে আগামী ২৪ অক্টোবর। ময়দানে একাধিক দল থাকলেও মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে। সকাল সকাল হিসারে ভোট দিতে দেখা গেল হরিয়ানায় কংগ্রেস সভাপতি কুমারী শৈলজাকে। ভোট দিলেন টিকটক তারকা সোনালি ফোগট। আদমপুর থেকে বিজেপির হয়ে লড়ছেন সোনালি। প্রবীণ কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোইয়ের বিপরীতে দাঁড়িয়েছেন তিনি