অক্ষয় তৃতীয়ায় মেনে চলুন কিছু ঘরোয়া টোটকা, এতেই বদলে যেতে পারে আপনার ভাগ্য
অক্ষয় তৃতীয়া খুব শুভ একটা দিন। এই দিনে বিশেষ কিছু কাজ করলেই খুলে যেতে পারে আপনার ভাগ্য। অক্ষয় তৃতীয়ার যেকোনও ভালো কাজ করলেই সেই কাজে দোষ থাকে না, এই দিন তাই যেকোনও শুভ কাজ করতে পারেন।
হিন্দুদের কাছে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ একটা দিন। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই লক্ষ্মী-গণেশের পুজো করেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া খুব শুভ একটা দিন। এই দিনে বিশেষ কিছু কাজ করলেই খুলে যেতে পারে আপনার ভাগ্য। অক্ষয় তৃতীয়ার যেকোনও ভালো কাজ করলেই সেই কাজে দোষ থাকে না, এই দিন তাই যেকোনও শুভ কাজ করতে পারেন। এই দিন ভোরে রোদে গঙ্গাজল রেখে সেই গঙ্গাজল ঘরে ছিটিয়ে দিলে ঘর থেকে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায় এবং বাস্তু দোষ কেটে যায়। অক্ষয়তৃতীয়ার আগে ঘর-বাড়ি পরিষ্কার রাখুন, এই বিশেষ দিনে ঘর পরিষ্কার রাখলে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায়। অক্ষয়তৃতীয়ার এই বিশেষ দিনে পাখিকে খাওয়ান, তাহলে ঘর সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে বলে মনে করা হয়। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয়না। এই বিশেষ দিন অনেকেই ঝাঁটা বা সোনার জিনিস কেনেন, এই সব জিনিস কিনলে লক্ষ্মী লাভ হয়।