অক্ষয় তৃতীয়ায় ৫ কাজ থেকে বিরত থাকুন, নাহলে ঘরে নেমে আসবে ঘোর অমঙ্গল

অক্ষয় তৃতীয়া এক অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। এই দিন সবাই শুভ কাজ করে থাকে ঘরের মঙ্গলের কথা ভেবে। তবে এই বিশেষ দিনে কিছু কাজ না করাই ভালো। সেই সমস্ত কাজ করলে ঘরে অমঙ্গল হতে পারে।

/ Updated: May 03 2022, 01:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অক্ষয় তৃতীয়া এক অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। হিন্দুদের কাছে এই দিনটি অত্যন্ত শুভ একটা দিন। এই দিন সবাই শুভ কাজ করে থাকে ঘরের মঙ্গলের কথা ভেবে। এই দিন অনেকেই লক্ষ্মী এবং গণেশের পুজো করে থাকেন। তবে এই বিশেষ দিনে কিছু কাজ না করাই ভালো। সেই সমস্ত কাজ করলে ঘরে অমঙ্গল হতে পারে। অক্ষয় তৃতীয়ার দিন ঝগড়া-অশান্তি না করাই ভালো। এই দিন অন্যের খারাপ চাওয়া একেবারেই উচিত নয়। অক্ষয় তৃতীয়ার দিন ঘর অন্ধকার কখনই রাখবেন, ঘর অন্ধকার হয়ে গেলে বাতি জ্বলিয়ে রাখুন। এতে দেবী লক্ষ্মী তুষ্ট হন। এই শুভ দিনে স্নান না করে তুলসি পাতা একেবারেই তুলবেন না। তুলসি পাতা না ধুয়ে ব্যবহার করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন হঠাৎ করেই ব্রত ভাঙবেন না। ব্রত পুজো না হওয়া অবদি ভাঙলে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে।