Asianet News BanglaAsianet News Bangla

জীবনের সমস্ত বাধা কাটাতে চান, কৌশিকী অমাবস্যায় এই কাজ গুলি তবে অবশ্যই করুন

Sep 6, 2021, 8:56 PM IST

কৌশিকী অমাবস্যা নাকি অন্য সমস্ত অমাবস্যার থেকে আলাদা। এই অমাবস্যাতে অনেকেই সিদ্ধি লাভ করে থাকেন। কৌশিকী অমাবস্যায় সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালানো খুব ভালো। এই অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার রাখুন। এতে বাধা-বিপত্তি কেটে যায় বলে অনেকেই মনে করেন। সমস্যা দূর করতে এই দিন একটি কুয়ো বা গর্তে এক চামচ দুধ ঢালুন। এতে জীবনের সমস্ত বাধাবিপত্তি দূর হয়ে যাবে।