অশুভ শক্তি থেকে মুক্তি পেতে চান, ঘরে রাখুন কর্পূর-লবঙ্গ

আমাদের চারপাশে অশুভ শক্তি বিদ্যমান। যা আমাদের উন্নতি বা পারিবারিক শান্তিতে বাধা হয়ে  দাঁড়ায়। নিজের বাড়ি থেকে বা চারপাশ থেকে অশুভ শক্তি দূর করার বেশ কিছু উপায় রয়েছে।

/ Updated: Apr 11 2022, 09:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আমাদের চারপাশে অশুভ শক্তি বিদ্যমান। যা আমাদের উন্নতি বা পারিবারিক শান্তিতে বাধা হয়ে  দাঁড়ায়। নিজের বাড়ি থেকে বা চারপাশ থেকে অশুভ শক্তি দূর করার বেশ কিছু উপায় রয়েছে। বাড়ির বিভিন্ন কোনায় লবঙ্গ আর নুন জলের ছিটে দিলে একটি সুন্দর গন্ধ ছড়ায়, যা পরিবারের সদস্যদের মন ভালো করে দেয়। অশুভশক্তি দূর করতে আয়না বা ড্রেসিংটেবিল খুবই গুরুত্বপূর্ণ, তবে আয়নার অবস্থান সঠিক হওয়া জরুরি। আয়না এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো পাওয়া যায়। দজরার মুখোমুখি কোনও আয়না রাখবেন না। ঘর পরিষ্কার রাখা অত্যান্ত জরুরি, ঘরের কখনই মাকড়সার জাল জমতে দেবেন না। মাকড়াসার জাল বয়ে নিয়ে আসে অশান্তি। বইয়ের তাক ও আলমারি বা ওয়ার্ডড্রব গুছিয়ে রাখলে ভালো ফল পাবেন। আপনার ঘর যদি গোছানো থাকে তাহলে আপনার মন ভালো থাকবে। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে অনেক বাস্তু বিশেষজ্ঞদের মতে নুনের বিকল্প হয় না। একটি কাঁচের পাত্র অল্প কিছুটা সামুদ্রিক লবন রেখে দিন, তারওপর রাখুন চার থেকে পাঁচটা লবঙ্গ। বাটিটা ঘরের এককোনায় রেখে দিন।