Asianet News BanglaAsianet News Bangla

Diwali 2021‐ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যায় হয় কালীপুজো, জেনে নিন পুজোর সময়সূচী

Oct 28, 2021, 1:42 PM IST

দুর্গাপুজো (Durga Puja) শেষ হতে না হতেই কালীপুজোর (Kali Puja) দিন গোনা শুরু হয়ে যায়। দীপাবলির (Diwali) রাতে আলোয় সেজে ওঠে চারপাশ। এই পুজোয় সবাই ঘরে ঘরে প্রদীপ জালান। রকমারি আলো দিয়ে সবাই সাজিয়ে তোলেন নিজেদের বাড়ি। ইতিমধ্যেই ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে কালী পুজোর প্রস্তুতি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যায় হয় এই কালীপুজো। সারা রাত ব্যাপী চলে এই পুজো। বারোয়ারির পাশাপাশি অনেকের বাড়িতেই হয় কালী পুজো। একাধিক জায়গায় জাঁকজমক করে হয় কালী পুজো। এবার ৪ নভেম্বর বৃহস্পতিবার রয়েছে কালীপুজো। ৪ নভেম্বর ভোর ৬.৩০ মিনিটে লাগছে অমাবস্যা। অমাবস্যা থাকছে ৫ নভেম্বর রাত ২.৪৪ মিনিট পর্যন্ত। কোজাগরী লক্ষ্মীপুজোর পরেই কালীপুজোর রাতে অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। লক্ষ্মী পুজোর শুভ সময়  ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৯ মিনিট থেকে রাত্রি ৮ টা ২০ মিনিট পর্যন্ত। 

Video Top Stories