North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
North 24 Parganas News Today: ব্যারাকপুরের (Barrackpur) লালকুঠি এলাকার এক বিরিয়ানির দোকানে ভয়ংকর আগুন। সূত্রের খবর আগুন ছড়িয়ে পাশের একটি পোশাকের শোরুমেও লাগে। ঘটনাস্থলে উপস্থিত দমকলের ছয়টি ইঞ্জিন। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর আসেনি। কোন কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।