যোগিনী একাদশী করলেই কেটে যাবে জীবনের সব বাঁধা
আজ দেশ জুড়ে পালিত হচ্ছে যোগিনী একাদশী। দিনটি উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে। দিনটিকে খুবই পবিত্র দিন মনে করা হয়। বিষ্ণু ভক্তরা বছর ভর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। এই দিন ব্রত পালনে পুণ্য অর্জন সম্ভব। প্রচলিত আছে এমনই কথা। বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য ভক্তরা এই দিন ব্রত পালন করে থাকেন।
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একদাশী তিথিতে পালিত হয় যোগিনী একাদশী। আজ সেই দিন। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে যোগিনী একাদশী। দিনটি উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে। দিনটিকে খুবই পবিত্র দিন মনে করা হয়। বিষ্ণু ভক্তরা বছর ভর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য। এই দিন ব্রত পালনে পুণ্য অর্জন সম্ভব। প্রচলিত আছে এমনই কথা। বিষ্ণুর কৃপা পাওয়ার জন্য ভক্তরা এই দিন ব্রত পালন করে থাকেন।