কেতুর স্থান পরিবর্তন এই চার রাশির জন্য শুভ, জানুন কোন জাতক আর জাতিকারা সুবিধে পাবেন
হিন্দু শাস্ত্রে কেতুর গুরুত্ব একটি গ্রহের সমান। কেতুকে মানুষ রীতিমত ভয় করে। আর সমীহ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতুর অবস্থার ওপর অনেক মানুষের ভূর আর অবিষ্যৎ নির্ভর করে। তাই জন্য মানুষের জীবনে কেতু খুবই গুরুত্বপূর্ণ।
হিন্দু শাস্ত্রে কেতুর গুরুত্ব একটি গ্রহের সমান। কেতুকে মানুষ রীতিমত ভয় করে। আর সমীহ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কেতুর অবস্থার ওপর অনেক মানুষের ভূর আর অবিষ্যৎ নির্ভর করে। তাই জন্য মানুষের জীবনে কেতু খুবই গুরুত্বপূর্ণ। গত ১২ এপ্রিল স্থান পরিবর্তন করেছেন। আগামী ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কেতু অবস্থান করবে তুলা রাশিতে। এই দেড় বছর অনেক মানুষের জীবনে শুভ সময় আসবে। তবে চারটি রাশির জাতক আর জাতিকা বিশেষ সুসময় উপভোগ করবেন এই সময়টাতে। কর্কট, তুলা , সিংহ ও বিশ্চিক রাশির জাতক ও জাতিকারা বিশেষ সুবিধা পাবেন। তাঁদের জন্য এই সময়টি ভালো বলে মনে করছে হিন্দু শাস্ত্র। এরা চাকরির খবর পেতে পারেন। হাতে আসতে পারে পয়সা। অসমাপ্ত কাজ এই সময় শেষ হবে। আটকে থাকা কাজও সুষ্ঠুভাবে হয়ে যাবে।