কীভাবে একটি লেবুতেই কাটতে পারে বাস্তুদোষ, দেখে নিন

শাস্ত্রে বাস্তুদোষ কিংবা কারও নজর দোষের কথা উল্লেখ আছে। এই দোষের কারণে সব কাজে বাধা আসতে পারে। পাতিলেবু দিয়ে দুটি টোটকা করতে পারেন। এতে যেমন সকল বাস্তুদোষ কেটে যাবে, তেমনই কারও কুনজর থেকে মুক্তি পাবেন।
 

Share this Video

শাস্ত্রে বাস্তুদোষ কিংবা কারও নজর দোষের কথা উল্লেখ আছে। এই দোষের কারণে সব কাজে বাধা আসতে পারে। পাতিলেবু দিয়ে দুটি টোটকা করতে পারেন। এতে যেমন সকল বাস্তুদোষ কেটে যাবে, তেমনই কারও কুনজর থেকে মুক্তি পাবেন। বাড়ির প্রধান দরজার বাইরে পাতিলেবু ও লঙ্কা ঝোলাতে পারেন। এতে আপনার সংসারের ওপর কারও কুনজর পড়বে না। একটি সুতোতে লেবু ও লঙ্কা এক সঙ্গে গেঁথে নিন। তা প্রধান দরজায় ঝোলান, এতে উপকার পাবেন। পাতি লেবু এবং লঙ্কার গুণে আর্থিক অনটনও দূর হয়, ঘরের সুখ-শান্তি বজায় রাখতে এই টোটকা মেনে চলতে পারেন। কাঁচের গ্লাসে জলের মধ্যে একটি গোটা পাতিলেবু রেখে ঘরের এক কোণায় রেখে নিন, সকালে উঠে গ্লাস থেকে লেবু বের করে নিন। জলে ভেজানো লেবু বের করে নিজের মাথার চারদিকে সাত বার ঘোরান। তারপর ৪ টুকরো কেটে কোনও ফাঁকা মাঠে পুঁতে দিন। যে কোনও শনি কিংবা মঙ্গলবার পাতি লেবুর এই টোটকা মেনে চলুন। এবার এই জল সারা ঘরে ছিটিয়ে দিন, এতে বাস্তু দোষ কাটবে।

Related Video