গম-তিল-ডাল দিয়ে শিব পুজো করুন, তাহলে মহাদেবের বিশেষ কৃপায় কাটবে অনেক জটিলতা

ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন সকল শক্তির উৎস। তাঁরা আদি দেবতা। পৃথিবীর সৃষ্টি কর্তা মনে করা হয় এই তিন শক্তিকে। 

/ Updated: Jun 07 2022, 01:23 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বর এই তিনজন হলেন সকল শক্তির উৎস। তাঁরা আদি দেবতা। পৃথিবীর সৃষ্টি কর্তা মনে করা হয় এই তিন শক্তিকে। শাস্ত্র মতে, এই তিন দেবতার কৃপা দৃষ্টি পেলে দূর হয় জীবনের সকল বাধা দূর হবে। এই কারণে শাস্ত্রে প্রতিটি দেব দেবতার পুজোর জন্য নির্দিষ্ট দিন ও তিথির উল্লেখ আছে। শাস্ত্র মতে, সঠিক নিয়ম নিষ্ঠার সঙ্গে সেই সকল ব্রত পালন করলে সর্ব কাজে সফল হওয়া সম্ভব। সেই অনুসারে প্রতি সোমবার পুজিত হন মহাদেব।  অনেকেই সোমবার করে দেবাদিদেব মহাদেবের পুজো করে থাকেন। নিষ্ঠা ভরে তাঁর পুজো করলে সর্ব কাজে সফল হওয়া সম্ভব, একথা আমরা সকলেই জানি। শাস্ত্র মতে, শিব পুজোর সময় চন্দন, চাল, বেল পাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, দুধ, গঙ্গাজল অর্পন করলে মহাদেব তুষ্ট হন। সেই মেনে পুজোও করেন অনেকে। তবে, আজ রইল আরও এক বিশেষ টোটকা। সোমবার এই তিন জিনিস দান করুন। এতে মহাদেবের কৃপা দৃষ্টি পাবেন। জেনে নিন কী কী। গম - শিব ঠাকুরকে গম দিলে স্বপ্ন পুরণ হয় । তিল- শারীরিক সমস্যা সমাধান হয়। ডাল - পারিবারিক সমস্যার সমাধান হয় ।