নববর্ষের পুজোর সময় মাথায় রাখুন এই বিষয় গুলি, এতেই হবে লক্ষ্মী লাভ
সবার বাড়িতেই কমবেশি নানান সমস্যা থাকে, তবে মনে করা হয় ভগবানের আশির্বাদ পেলে তা ঠিক হওয়া সম্ভব। মানুষের বিশ্বাস ভগবানের আশির্বাদে সব ঠিক হওয়া সম্ভব।
সবার বাড়িতেই কমবেশি নানান সমস্যা থাকে, তবে মনে করা হয় ভগবানের আশির্বাদ পেলে তা ঠিক হওয়া সম্ভব। মানুষের বিশ্বাস ভগবানের আশির্বাদে সব ঠিক হওয়া সম্ভব। সামনেই পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনে দোকানে দোকানে পুজো হয় লক্ষ্মী এবং গণেশের। তবে এই দিন কিছু নিয়ম মেনে লক্ষ্মী পুজো করলে ভালো ফল মেলে। মনে করা হয় এই বছরের প্রথম দিনে লক্ষীপুজো করলে ঘরে লক্ষ্মীর আগমণ ঘটে। এই দিনে তাই কিছু নিয়ম মানা খুব জরুরি। এতে লক্ষ্মী ঠাকুর তুষ্ট হন। নববর্ষের দিন মহিলারা লাল বস্ত্র পরুন। লাল রঙকে শুভ এবং সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। এই দিন মা লক্ষ্মীকে পায়েসের ভোগ অর্পণ করুন, পায়েসে সামান্য জাফরান দিতে পারেন। মা লক্ষ্মীর কৃপা পেতে ঘরে পুজোর সময় স্থাপন করতে পারেন মহা লক্ষ্মী যন্ত্র।