'বুদ্ধু ভূতুম', শৈশব ফিরে পাওয়ার টাইম মেশিন
- কলাবতী রাজকন্যা থেকে গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'বুদ্ধু ভূতুম'
- কচিকাচারা ঠাকুমার ঝুলির গল্প দেখবে ছবির পর্দায়
- ছবির ৯০ ভাগ জুড়েই রয়েছে ভিফএক্স-এর কাজ
- ২০ সেপ্টেম্বর শুক্রবার মুক্তি পেয়েছে এই ছবি
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্পই এবার হাজির বড় পর্দায়। শুক্রবারই মুক্তি পেয়েছে ছোটদের জন্য বাংলা ছবি 'বুদ্ধু ভূতুম'। কলাবতী রাজকন্যা থেকে ছবির গল্প নেওয়া হয়েছে। বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতীশ রায় এই ছবির পরিচালনা করলেন। উৎসবের আবহে নতুন প্রজন্মের জন্য অন্যতম উপহার 'বুদ্ধু ভূতুম'। কচিকাচারা ঠাকুমার ঝুলির গল্প এবার দেখবে বড় পর্দায়। ছবির ৯০ ভাগ জুড়েই রয়েছে ভিফএক্স-এর কাজ। ছবির সংগীত পরিচালনা করেছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে কৌশিক চক্রবর্তী বিরাট নগরের রাজায় চরিত্রে অভিনয় করেছেন। আর তার মহামন্ত্রী বিজয় সিংহ-এর ভূমিকায় অভিনয় করেছেন শংকর চক্রবর্তী। ভূতুমের চরিত্রে অভিনয় করেছেন মানালি। বীরবাহু সেনার চরিত্রে রয়েছেন গৌতম হালদার। সোহাগের ভূমিকায় রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিরাট গড় রাজার দ্বিতীয় রানির চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।