Aparajita And Soumitra- 'বেলাশুরুর শ্যুটিং-এ দেখেছিলাম সৌমিত্রজেঠুর শরীর ভেঙে গিয়েছে'- অপরাজিতা আঢ্য

বেলাশুরু নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অপরাজিতা আঢ্য। অপরাজিতা জানালেন, 'বেলাশুরু হল শিবুর একদম প্রাণের একটা ছবি', 'কোভিড পরিস্থিতি না মিটলে ও এই ছবি মুক্তি করবে না'। 
 

Share this Video

বেলাশুরু নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অপরাজিতা আঢ্য। অপরাজিতা জানালেন, 'বেলাশুরু হল শিবুর একদম প্রাণের একটা ছবি', 'কোভিড পরিস্থিতি না মিটলে ও এই ছবি মুক্তি করবে না'। বেলাশুরু-র সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় জড়িয়ে রয়েছেন। 'বেলাশুরুর শ্যুটিং-এই দেখেছিলাম সৌমিত্রজেঠুর শরীর আরও ভেঙে গিয়েছে, এমনকী স্বাতীদির শরীরও প্রচণ্ড ভেঙে গিয়েছিল', জানালেন অপরাজিতা। তবে দু'জনেই দুর্দান্ত শট দিতেন, তাঁদের শট দেওয়া নিয়ে অপরাজিতা জানালেন, 'শট দিতে উঠলেই দুজনেই যেন ২৩-২৬ বছরের ছেলে-মেয়ে'। শট দেওয়ার সময় যে তাঁদের দেখে বোঝার উপায় ছিল না যে তাঁরা খুব অসুস্থ, সে কথাও জানালেন তিনি। অমিতাভ বচ্চনের মধ্যেও এমন প্রাণ-প্রাচুর্য দেখেছিলেন বলেও জানালেন অভিনেত্রী। অপরাজিতা আঢ্যর কথায় এঁরা সত্যিকারেই মহান সব লোক এবং অভিনেতা-অভিনেত্রী'। সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে অপরাজিতা আঢ্য বলেন, 'আমি সৌমিত্রজেঠুর প্রাণবন্ত চেহারাটাকেই খেয়াল রাখতে চাই', সৌমিত্রজেঠুর চলে যাওয়ার সময়ের চেহারাটা মনে রাখতে চাই না'।

Related Video