জিৎ এর গানে মেতেছে দর্শক, জমে উঠেছে কার্তিক পুজোর অনুষ্ঠান

হুগলি জেলার অন্তর্গত বাঁশবেড়িয়ার কার্তিক পুজো খুব জনপ্রিয়। প্রায় তিনশ বছর ধরে এখানে কার্তিক পুজো হয়। অনেকেই মনে করেন, হুগলি জেলার প্রাচীন এই জনপদে প্রায় তিনশো বছরের আগে বারবনিতাদের হাত ধরে এই পুজোর উৎপত্তি । 

/ Updated: Nov 17 2019, 01:16 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুরু হয়েছে কার্তিক পুজো। বর্তমানে ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পুজো অধিক জনপ্রিয়। তবে হুগলি জেলার অন্তর্গত বাঁশবেড়িয়ার কার্তিক পুজো খুব জনপ্রিয়। প্রায় তিনশ বছর ধরে এখানে কার্তিক পুজো হয়। অনেকেই মনে করেন, হুগলি জেলার প্রাচীন এই জনপদে প্রায় তিনশো বছরের আগে বারবনিতাদের হাত ধরে এই পুজোর উৎপত্তি । আবার কেউ কেউ বলেন দক্ষিণ ভারতীয়দের হাত ধরে এই অঞ্চলে কার্তিক পুজোর প্রচলন ঘটে। এই অঞ্চলে প্রায় একশোটির ওপর পুজো হয় ৪ দিন ধরে চলতে থাকে। এই পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের ঢল নামে প্যান্ডেলে প্যান্ডেলে। মায়াপুরের ইশকন মন্দির, জার্মানির পার্লামেন্ট , রাম মন্দির সব ধরণের প্যান্ডেলের দেখা মেলে। দুর্গা পুজোর মতো বেশকয়েকটি বড় বাজেটের পুজোও হয় এখানে। গতকাল এই পুজোর উদ্বোধনে এসেছিলেন অভিনেতা জিৎ। গান গেয়ে অনুষ্ঠান মাতিয়েছেন তিন। দেখে নিন সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত