কচিকাচাদের সঙ্গে নিয়ে মুক্তি পেল 'বাবা বেবি ও' ছবির গান

লম্বা সময়ের অপেক্ষার পর মুক্তির পথে 'বাবা বেবি ও'। উইন্ডোজ প্রযোজিত এবং অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'বাবা বেবি ও'। একেবারে অন্যধাঁচের গল্প নিয়ে আসতে চলেছে এই ছবি।

Share this Video

মাঝে বেশ একটা লম্বা সময়ের অপেক্ষা। অবশেষে মুক্তির পথে বাবা বাবি ও। একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই ছবি। ছবিতে রয়েছেন শোলাঙ্কি রায়, যিশু সেনগুপ্ত এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত এই ছবির গল্প প্রায় ৪০ বছর বয়সি জনৈক মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায়কে ঘিরে। তিনি সারোগেসির মাধ্যমে পিতৃত্ব গ্রহণ করেছেন। দুই সন্তানকে ঘিরেই তাঁর জীবন। তবে তাঁর জীবনের মোড় ঘোরে একদিন, যখন বছর কুড়ির বৃষ্টি রায়ের সঙ্গে যখন তাঁর দেখা হয়। সম্প্রতি মুক্তি পেল এই ছবিরই গান। অনুষ্ঠানে যিশু সেন গুপ্ত শোলাঙ্কি ছাড়াও উপস্থত ছিলেন পরিচালক সহ আরও অনেকেই। ছবি নিয়ে বেশ আশাবাদী সকলেই, জানালেন ছবির পরিচালক থেকে ছবির কলাকুশলীরা। এক রত্তিদের সঙ্গে কীভাবে ছবির শ্যুটিং করলেন তারা, জানালেন সে কথাও । 

Related Video