কেকটা পারেন জমিয়ে বানাতে কিন্তু সোয়েটার যে সম্পূর্ণ হয় না, জানালেন সোহিনী সরকার

  • সোহিনী সরকার জানালেন তাঁর পছন্দের পোশাকের কথা
  •  কেক বানিয়ে পরিবারকে খাওয়ানো, তাঁর অন্য়তম পছন্দ
  • বরাবর বইমেলায় গিয়ে বইকেনা নিয়ে সময় কাটিয়ে দিতেন
  •  স্বপ্ন ছিল বাবার জন্য় নিজের হাতে সোয়েটার বানিয়ে দেওয়া
     

/ Updated: Nov 24 2019, 05:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শহরে হিমেল হাওয়ার সঙ্গে একরাশ স্টাইলিশ পোশাক নিয়ে এল শুভা মিত্র ও তার বোহ উইন্টার কালেকশন। আর সেখানেই উপস্থিত ছিলেন, অভিনেত্রী সোহিনী সরকার। তিনি মন খুললেন আমাদের সংবাদমাধ্য়মের কাছে। এবং জানালেন তাঁর শীতের পছন্দের পোশাকের কথা , স্কুল জীবনের সেরা মুহূর্ত আর দিলেন তাঁর আগামী ছবির আভাস।  সোহিনী সরকার জানালেন, শীতকালে ছোটবেলা জুড়েই থাকত নানা উৎসব। আর এই সময়টায় নতুন সবজির সঙ্গে বিভিন্ন রকমের খাবার পাওয়া যেত। তাই সারাবছরেই থাকত, শীতকালের জন্য় একটা অপেক্ষা। পিঠে-পুলি থেকে শুরু করে, কিসমিস দেওয়া কেক সবই যে পাওয়া যায় শীতকালেই। সোহিনী আরও জানালেন, তিনি কেক বানাতে খুব ভালবাসেন। বিশেষ কিসমিস দেওয়া কেক বানিয়ে পরিবারকে খাওয়ানো, তাঁর অন্য়তম পছন্দ। এর পাশাপাশি তিনি বললেন, বরাবর তাঁর স্বপ্ন ছিল বাবার জন্য় নিজের হাতে সোয়েটার বানিয়ে দেওয়া। কিন্তু সে স্বপ্ন আর শেষ অবধি পূরণ হয়না।  নিজেই হেসে জানালেন, কারণ সেই সোয়েটারটা শেষ অবধি ছোট একটা রুমালের মত আকারে তৈরি হয়। স্কুলে পড়াকালীন, এই সময়টাই স্কুল ম্য়াগাজিন বেরোত। আর কার লেখা বেরোবে, সেই নিয়ে একটা উত্তেজনা লেগেই থাকত। শীতকালে ময়দানের বইমেলাও ছিল সোহিনীর কাছে, তাঁর অন্য়তম আকর্ষণ। অনেক বই কিনতে হবে এই ভেবে বাড়ি থেকে বেরনো হত ঠিকই কিন্তু শেষ কী বই কিনলে ভাল হয় সেটা ভাবতেই বেলা গড়াত।