Asianet News BanglaAsianet News Bangla

বাঙালি শশুরবাড়িতে প্রথম জামাইষষ্ঠী, কেমন কাটল সারাটা দিন ওম-মিমির, দেখে নিন

  • বিয়ের পর এবছরই প্রথম জামাই ষষ্ঠী ওম-মিমির
  • মিমির বাড়িতে এলাহি আয়োজন ওমের জন্য
  • করোনার জেরে আয়োজন কিছুটা হলেও কম, জানালেন মিমির মা
  • পরের বছর তবে সবটা পুষিয়ে দেবেন বলে জানালেন মিমির মা 
Jun 16, 2021, 8:47 PM IST

বিয়ের পর এবছরই প্রথম জামাই ষষ্ঠী ওম সাহানির। মিমির বাড়িতে এলাহি আয়োজন ওমের জন্য। একই আয়োজন ছিল মিমির জন্যও। করোনার জেরে আয়োজন কিছুটা কম হয়েছে, জানালেন মিমির মা। তবে খাবারের মেনুতে ছিল পাবদা ইলিশ, চিংড়ি। নানান বাঙালি পদে জামাইয়ের পাত সাজালেন মিমির মা। এবছরের আয়োজন মনের মত না হওয়ায় পরের বছর সবটা পুষিয়ে দেবেন বলেো জানালেন মিমির মা। বাঙালি বউ আর এই বাঙালি আয়োজনে মজলেন ওম।
 

Video Top Stories