Asianet News BanglaAsianet News Bangla

Yash and Nusrat: 'মাস্টার মশাই আপনি কিছু দেখেননি'-র শুভ মহরতে এক ফ্রেমে যশ-নুসরত

Nov 18, 2021, 10:01 PM IST

ছাত্র রাজনীতিতে যশ নুশরাত! ভাবছেন হটাৎ এমন খবরের মনে কি? রাজনীতির মঞ্চে তো নুসরত এবং যশ একে অপরের প্রতিদ্বন্দ্বী। না এটা পর্দার বাইরের বিষয় নয়, পুরোটাই নতুন ছবিকে কেন্দ্র করেই। এনা সাহার প্রোডাকশন অর্থাৎ জার্ক এন্টারটেনমেন্ট এর হাত ধরে আসতে চলেছে যশ নূসরাতের আগামী ছবি 'মাস্টার মশাই আপনি কিছু দেখেন নি'। বৃহস্পতিবার হয়ে গেল সেই ছবির শুভ মহরত। এর আগে যশ নুসরতের একসঙ্গে কাশ্মীরে যাওয়ার খবরে অনেকই ভেবেছিলেন তারা হয়ত কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন, কিন্তু পরবর্তী কালে সামনে আসে আসল খবর। আসতে চলেছে যশ নুসরতের নতুন ছবি। আর সেই ছবির গানের শুটিং করতেই কাশ্মীর পারি দিয়েছিলেন যুগলে। এক রাজনৈতিক প্রেক্ষাপটে এগোবে এই ছবির গল্প। এনা সাহার প্রযোজনায় শিলাদিত্য মৌলিক এর পরিচালনায় আসতে চলেছে এই ছবি। ছবির শুভ মহরতে উপস্থিত ছিলেন প্রযোজক, পরিচালকও। সব ঠিক থাকলে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই শুরু হবে ছবির শুটিং।

Video Top Stories