রাজপাল কীভাবে নিজের শরীরের যত্ন নেন, ভিডিও দেখলে হাসতে হাসতে পেটে ধরবে খিল

নিজেকে ফিট রাখতে সবাই কী না করে। রাজপাল শরীরচর্চা করতে গিয়েই ঘটালেন মজার কাণ্ড। শরীরচর্চা শুরু করতে না করতেই শেষ হয়ে হয়ে গেল। এমনই এক মজার ভিডিও শেয়ার করলেন তিনি।
 

Share this Video

অধিকাংশ মানুষই এখন নিজেকে ফিট রাখতে শরীরচর্চা করেন। তবে অনেকেই যারা শরীরচর্চার ব্যপারে কিছুটা অলস প্রকৃতির হন। কিছুক্ষণ শরীরচর্চা করতে না করতেই হাপিয়ে ওঠেন তাঁরা। শরীরচর্চা করতে চেয়েও করতে পারেন না। যাঁরা নিজেদের শরীর নিয়ে বা ফিগার নিয়ে সচেতন হন তাঁরা রীতিমতন শরীরচর্চা করেন এবং সেই সঙ্গেও খাওয়াদাওয়ার ব্যাপারেও সচেতন হন। তবে অনেকে রয়েছেন যারা শরীরচর্চার ব্যাপারেও সচতেন হন না পাশাপাশি খাওয়াদাওয়া নিয়েও একেবারেই সচেতন হননা। আর এই নিয়েই এক মজার ভিডিও শেয়ার করেল রাজপাল যাদব।নিজেকে ফিট রাখতে সবাই কী না করে। রাজপাল শরীরচর্চা করতে গিয়েই ঘটালেন মজার কাণ্ড। শরীরচর্চা শুরু করতে না করতেই শেষ হয়ে হয়ে গেল। শরীরচর্চা শুরু করতে না করতেই বললেন হয়ে গিয়েছে, এমনই এক মজার রিল ভিডিও শেয়ার করলেন তিনি। ইতিমধ্যেই ভিডিওটিতে ২.৯ মিলিয়ন লাইক পড়েছে। 

Related Video