হিরোর মারে কাঁচের জানলা নিয়ে ভেঙে পড়ছে খলনায়ক, অ্যাকশন দৃশ্যের ভাইরাল ভিডিও পোস্ট রোহিত শেট্টির

কীভাবে বর্তমান দিনে অ্যাকশন ক্যামেরায় শ্যুটিং- হয় ফাইটিং দৃশ্য! তারই একটা ঝলক মিলল রোহিত শেট্টির শ্যুটিং সেটে। যেখানে প্রায় এক বাস্তবোচিত শ্যুটিং দৃশ্যে দেখা গেল। এবং সেই সঙ্গে সকলের সামনে এল কীভাবে অ্যাকশন ক্যামেরাকে কাপিয়ে কাপিয়ে ফাইটিং স্পিডের সঙ্গে ম্যাচ করে ভিডিও তুলতে হয়। 

/ Updated: May 25 2022, 03:43 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কীভাবে বর্তমান দিনে অ্যাকশন ক্যামেরায় শ্যুটিং- হয় ফাইটিং দৃশ্য! তারই একটা ঝলক মিলল রোহিত শেট্টির শ্যুটিং সেটে। যেখানে প্রায় এক বাস্তবোচিত শ্যুটিং দৃশ্যে দেখা গেল। এবং সেই সঙ্গে সকলের সামনে এল কীভাবে অ্যাকশন ক্যামেরাকে কাপিয়ে কাপিয়ে ফাইটিং স্পিডের সঙ্গে ম্যাচ করে ভিডিও তুলতে হয়। রোহিত শেট্টির ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড হওয়া এই ভিডিও এখন ভাইরাল হয়ে ওঠেছে নেট দুনিয়ায়। ছবির নাম প্রকাশ করেননি রোহিত। শুধু দেখিয়েছেন কীভাবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অন্যদের লড়াই হচ্ছে, আর সেই দৃশ্যকে কীভাবে শ্যুট করা হচ্ছে। প্রযুক্তি এখন এগিয়ে গিয়েছে। এর সঙ্গে ক্যামেরার লেন্সের ব্যবহার আরও উন্নত হয়েছে। আগে যতটা কসরত করে একটা মারপিঠের দৃশ্যকে বাস্তবোচিত করতে হত, এখন সেখানে অনেকটা সেই অথযা পরিশ্রমের বহরটা যেমন কমেছে, তেমনি শ্যুটিং দৃশ্যের পারফেক্টনেস-এর জায়গাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন মারপিঠের দৃশ্য থেকে শুরু করে যে কোনও ধরনের দ্রুত চলমান বা ওঠা-নামা করা দৃশ্যের শ্যুটিং-কে আকর্ষণীয় ভিডিও-তে বন্দি করতে এসে গিয়েছে অ্যাকশন ক্যামেরা। তারই একটু ঝলক মিলল রোহিত শেট্টির এই ভিডিও-তে। 

Read more Articles on