লকডাউনে ভালোবাসার গান নিয়ে হাজির আয়ুষ, কুমায়ুনি ছেলের গলায় মিলল আত্মার সম্পর্কের কথা

  • আয়ুষ তালানিয়া সিঙ্গল সঙ-এর উঠতি প্রতিভা
  • ইতিমধ্যেই বেশকিছু ইউটিউব রিলিজ হয়েছে আয়ুষের
  • উল্লু মানাতি নামে একটি ব্যান্ডের সদস্য আয়ুষ
  • তাঁর গানের সাফল্যের জন্য ব্যান্ডের সদস্যকে কৃতিত্ব দিচ্ছেন তিনি

/ Updated: Sep 06 2020, 11:00 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভালোবাসার নানা রূপ হয়। প্রত্যেকেই ভালোবাসাকে নানা রূপে দেখে থাকে। ভালোবাসার এই রূপকে লাভ ইউ তে দুজা সরি-র মাধ্যমে তুলে ধরেছেন আয়ুষ তালনিয়া। ছোট থেকে বড় হওয়া হিমালয়ের কোলে। আর হিমালয়ের কোলে থাকা এই রাজ্যের নাম উত্তরাখণ্ড। আয়ুষ যেখানে বড় হয়েছে সেই জায়গার নাম দেহরাদূন। আয়ুষের কথায়, পাহাড়ের কোলে বড় হতে হতে শিখেছেন কীভাবে ভালোবেসে মানুষকে কাছে টানতে হয়, কীভাবে অন্যকে সাহায্য করতে হয়। সবচেয়ে বড় কথা দেহরাদূনে এমন বহু মানুষের বাস যাদের সঙ্গে থাকতে থাকতে এক বিশ্ব মানব সম্পর্কের কথাই মনে স্থান পেয়ে যায়। কারণ, হিমালয়ের কোলে থাকা এই শহরে যেমন সেনাবাহিনীর অনুশাসন রয়েছে তেমনি রয়েছে গাড়োয়ালি থেকে কুমায়নি, তিব্বতি, নেপালি জনজাতির বাস। ফলে একাধিক জনজাতির সাংস্কৃতিক আদান-প্রদান এখানে প্রতিটি মানুষকে ঋগ্ধ করে। আয়ুষের ক্ষেত্রেও তাই এর ব্যতিক্রম হয়নি বলেই মনে করছেন তিনি।