Asianet News Bangla

আরশোলাকে চটি দিয়ে মারব, ইয়ামি গৌতমের ছবিতে কমেন্টে বিক্রান্তের উদ্দেশ্যে এ কী বললেন কঙ্গনা

Jun 8, 2021, 4:20 PM IST

করোনার মধ্যেই বলিউডে বেজেছে বিয়ের সানাই। সদ্য বিয়ে সেরেছেন বলি সুন্দরী ইয়ামি গৌতম। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় একধিক ছবি শেয়ার করেন তিনি। তাঁর বিয়েরই একটি ছবিতে কমেন্ট করেন অভিনেতা বিক্রান্ত মাসে। কমেন্টে তিনি ঠাট্টা করে লিখেছিলেন ইয়ামিকে রাধে মা -এর মত লাগছে। তবে এই কমেন্টটি যে কঙ্গনা রানাউতের একেবারেই পছন্দ হয়নি তা বেশ বোঝা গিয়েছে কঙ্গানার একটি কমেন্ট দেখে। বিক্রান্তের কমেন্টের উত্তরে প্রকাশ্যে বিক্রান্তকে আরশোলা বলে সম্বোধন কঙ্গনার। সেই সঙ্গেই কঙ্গনা রানাউত বলেন আরশোলাকে চটি দিয়ে মারবেন তিনি। তাঁর এই কমেন্ট নেটিজনদের নজরে আসতেই শুরু হয় চর্চা।