প্রায় ১ মাসের এক লড়াই থেকে শেষমুহূর্তে ভেন্টিলেটরে, ভারত হারাল তার সুর সম্রাজ্ঞীকে

শনিবার মধ্যরাতে মেলে স্বস্তির খবর, সবস্থা স্থিতিশীল সুর -সম্রাজ্ঞী লতাজির (Lata Mangeshkar)। এদিন গোটা দেশ জুড়ে প্রার্থনায় যেন সাড়া দিয়ে স্বস্তির নিঃশ্বাস, শনিবার বেলাতেই মিলেছিল দুঃসংবাদ। ২৭ দিনের মাথায় আবারও অবস্থা খারাপের পথে ছিল লতা মঙ্গেশকরের।

| Updated : Feb 07 2022, 06:21 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তড়িঘড়ি লতা মঙ্গেশকরতে আইসিইউ থেকে দেওয়া হয় ভেন্টিলেশনে, শুরু করা হয় অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট, তবে সেই চিকিৎসায় সাড়া দিয়েছিলেন লতা মঙ্গেশকর। শনিবার রাতেই হাসপাতাল থেকে বেরিয়ে সেই খবর সকলকে জানিয়েছিলেন আশা ভোঁসলে, রবিবার সকাল পর্যন্ত মেলা খবর অনুযায়ী এখনও ডাক্তারের কড়া নজরদারিতেই রয়েছেন লতা মঙ্গেশকর, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। ভেন্টিলেশনেই ছিলেন তিনি। তবে শনিবারই একাধিক সেলেব থেকে রাজনীতি বিদরা তাঁকে দেখতে হাসপাতাল মুখে হয়েছিলেন। তবে সব লড়াইয়ের ইতিঘটে রবিবার সাত সকালে। ব্যর্থ হয় সকল চেষ্টা। চির নিদ্রায় লতা মঙ্গেশকর (Lata Mangeshkar No More)। শনিবার মধ্যরাতে মেলে স্বস্তির খবর, সবস্থা স্থিতিশীল সুর -সম্রাজ্ঞী লতাজির (Lata Mangeshkar)। এদিন গোটা দেশ জুড়ে প্রার্থনায় যেন সাড়া দিয়ে স্বস্তির নিঃশ্বাস, শনিবার বেলাতেই মিলেছিল দুঃসংবাদ। ২৭ দিনের মাথায় আবারও অবস্থা খারাপের পথে ছিল লতা মঙ্গেশকরের।

Related Video