'নানা ওঠা-পড়ার মাঝেও এগিয়ে যেতে হয় ভালবাসার টানে', বললেন রোহিত

দশটি ভিন্ন চরিত্রের রূপ ভেসে উঠল 'লকড ইন লাভ'-এ। প্রতিটি চরিত্রে উঠে এল একাধিক অনুভূতি। কীভাবে এতগুলি চরিত্রে পর্দায় ফুটিয়ে তুললেন তাঁরা। এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ব্যক্ত করলেন রোহিত রায় এবং মানসী যোশী রায়।

/ Updated: Aug 31 2020, 02:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দশটি ভিন্ন চরিত্রে। পাঁচ-পাঁচটি চরিত্রে আলাদা করে অভিনয় করেন রোহিত রায় এবং মানসী যোশী রায়। কীভাবে সম্ভব হল দশটি চরিত্র ভিন্ন রূপে ফুটিয়ে তোলা। বিভিন্ন অনুভূতি, বিভিন্ন শেডস কীভাবে প্রকাশ করলেন রোহিত ও মানসী। সে কথাই খোলাখুলি আলোচনা করলেন এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। শর্ট ফিল্মের সিরিজ 'লকড ইন লাভ'র পিছনে তাঁদের বক্তব্য একটাই, প্রেম, বিচ্ছেদ, দুঃখ, সঙ্গে করে সম্পর্কে এগিয়ে চলা উচিত। প্রতিটি ভিন্ন অনুভূতি। তবে এই বিভিন্ন অনুভূতি গুলি বাঁধা এক সুতোর টানে। সেই সুতোই হল ভালবাসা। ভালবাসার অজস্র রূপ। সব রূপের ভিন্নতাকে ঘিরে বিনোদনের পর্দায় ভেসে উঠল 'লকড ইন লাভ'। অভিনেতা রোহিত রায় এবং স্ত্রী মানসী যোশী রায় বাড়িতেই শ্যুট করে ফেলেছেন এই ওয়েব সিরিজের। যেখানে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন তামঝামের সঙ্গে ওয়েব সিরিজের প্রস্তুতি সেখানেই বাড়ির মধ্যে ক্যামেরা রেখে, তেমন কোনও ক্রিউ ছাড়াই শ্যুটিং করেছেন পাঁচটি শর্ট ফিল্ম। যার কারণেই হয়তো দর্শকমহল আরও বেশি করে রিলেট করতে পেরেছে লকড ইন লাভের সঙ্গে।