প্রকাশ্যে এল অন্তিমের টিজার, নজর কাড়া লুকে তাক লাগাচ্ছে আয়ূষ ও সলমন

  • প্রকাশ্যে এল 'অন্তিম' ছবির টিজার
  • আর তাতেই দেখা গেল আয়ূষ ও সলমনকে
  • সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যাচ্ছে এই টিজার
  • প্রথম লুকেই নজর কেড়েছে 'অন্তিম' -এর এই ভিডিও
  • ২০২১ -এ মুক্তি পাবে সলমন খান প্রোডাকশনের এই ছবি

Share this Video

নতুন বছর আসতে আর মাত্র কিছু দিনের অপেক্ষা। আর ২০২১ সালেই মুক্তি পেতে চলেছে সলমন খান প্রোডাকশনের নতুন ছবি 'অন্তিম'। প্রকাশ্যে এল তারই টিজার। প্রথম লুকেই নজর কেড়েছে 'অন্তিম' -এর এই ভিডিও। টিজারে নজর কাড়া লুকে দেখা যাচ্ছে আয়ূষ ও সলমনকে। টানটান উত্তেজনায় এখন সলমনের ভক্তরা। তবে মহেশ ভি মাঞ্জরেকরপরিচালিত এই ছবিটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

Related Video