বলিউডের এই ৫ তারকা বিরিয়ানি পেলে আর কিচ্ছু চান না

বিরিয়ানি লাভারদের তালিকাটা নেহাত ছোট নয়। এই তালিকায় অনেকই রয়েছেন। অনেকই রয়েছেন যারা বিরিয়ানি বলতেই অজ্ঞান। সেই তালিকায় রয়েছেন বহু বলি তারকাও। 
 

| Updated : Apr 08 2022, 02:42 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিরিয়ানি লাভারদের তালিকাটা নেহাত ছোট নয়। এই তালিকায় অনেকই রয়েছেন। অনেকই রয়েছেন যারা বিরিয়ানি বলতেই অজ্ঞান। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকেরই বিরিয়ানির নাম শুনলেই জিভে জল আসে। সেই তালিকায় রয়েছেন বহু বলি তারকাও। আমির খান- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মশলাদার মুঘলাই খাবার তিনি পছন্দ। আমির খানের প্রিয় খাবারের মধ্যে রয়েছে বিরিয়ানি। সলমন খান- বলিউডের ভাইজান একজন বিরিয়ানি প্রেমী, তিনি তার মায়ের তৈরি বিরিয়ানি সব থেকে পছন্দ করেন। শাহরুখ খান- বলিউডের কিং খানও অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বিরিয়ানি ভালোবাসেন। সলমন খানের বিরিয়ানির রেসিপি তাঁর সব থেকে পছন্দের। নওয়াজুদ্দিন সিদ্দিকী- নওয়াজুদ্দিন সিদ্দিকী মটন বিরিয়ানি খেতে ভালোবাসেন। বিরিয়ানি ছাড়া মটনের নানান পদ তাঁর পছন্দের। করিনা কাপুর- সইফ আলি খানের তৈরি বিরিয়ানি করিনার সব থেকে পছন্দের খাবার। সম্প্রতি তিনি বিরিয়ানি নিয়ে ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Read More

Related Video