Asianet News BanglaAsianet News Bangla

গানের সুরে করোনা আবহে ভোট নিয়ে উপহাস অভিজিতের, ভিডিও ভাইরাস সশ্যাল মিডিয়ায়

  • নির্বাচনের মধ্যেই করোনার হার বৃদ্ধি পেয়েছে রাজ্যে
  • সেই নিয়েই এবার গান বাধলেন অভিজিৎ ভট্টাচার্য
  • করোনা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেই
  • এমন কাথাই উঠে এসেছে সেই গানের মধ্যে দিয়ে
  • তাঁর এই গানই এখন ভাইরাল নেট দুনিয়ায়
Apr 24, 2021, 2:50 PM IST

নির্বাচনের মধ্যেই করোনার হার বৃদ্ধি পেয়েছে রাজ্যে। সেই নিয়েই এবার গান বাধলেন অভিজিৎ ভট্টাচার্য। করোনা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেই। এমন কাথাই উঠে এসেছে সেই গানের মধ্যে দিয়ে। নেতাদের এই নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সেই কথাও তুলে ধরেছেন তিনি। সেই সঙ্গেই ভোট দিয়েই মানুষকে মরার কথা বললেন তিনি। তাঁর এই গানের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।