চেনে ঢাকা স্তন যুগল, ব্যাকলেস পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন উরফি

বিনোদন দুনিয়ায় উরফি জাভেদ এখন এক পরিচিত নাম। তাঁর অদ্ভূত সব পোশাক নজর কাড়ে সকলের। তাঁর এই সমস্ত নজরকাড়া পোশাকের জন্যই তিনি এখন বেশ জনপ্রিয়। আবারও তেমনই এক পোশাকে ঝড় তুললেন উরফি।

Share this Video

বিনোদন দুনিয়ায় (Entertainment) উরফি জাভেদ এখন এক পরিচিত নাম। তাঁর অদ্ভূত সব পোশাক (attractive dress) নজর কাড়ে সকলের। তাঁর এই সমস্ত নজরকাড়া পোশাকের জন্যই তিনি এখন বেশ জনপ্রিয়। আবারও তেমনই এক পোশাকে ঝড় তুললেন উরফি (Urfi Javed)। গলা থেকে ঝুলছে একাধিক চেন, আর সেই চেনে ঢাকা শরীরের ওপর অংশ, ব্যাকলেস পোশাকে আবারও নেট দুনিয়ায় ঝড় তুললেন উরফি। সোশ্যাল মিডিয়ায় (Social media) নিজেই এই ভিডিও শেয়ার করলেন উরফি। প্রসঙ্গত, 'বিগ বস' (Big boss) তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে । 'বিগ বস' নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্যর কারণেই তিনি সংবাদের শিরোনামে উঠে আসেন। তাঁর মন্তব্য নিয়ে রীতিমত তোলপাড় হয় নেট দুনিয়া। সেই উরফিকে দেখা গেল এবার খোলামেলা পোশাকে। খোলামেলা সাঁতারের পোশাকের ফাঁক দিয়ে উঁকি মারছে স্তনের একাংশ। উন্মুক্ত পোশাকে নেট দুনিয়ায় ঝড় তুললেন উরফি। 

Related Video