Asianet News BanglaAsianet News Bangla

পরণে অফ শোলডার ড্রেস, স্বামীর সঙ্গে স্বর্গ সুখ উপভোড করছেন নেহা কক্কর

  • গত বছরই বিয়ে সেরেছেন নেহা কক্কর
  • ২০২০ -র অক্টোবর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সঙ্গীত প্রেমী
  • বিয়ের পর থেকেই চুটিয়ে প্রেম চলছে তাঁদের
  • বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি
Apr 28, 2021, 2:16 PM IST

গত বছরই বিয়ে সেরেছেন নেহা কক্কর। ২০২০ -র অক্টোবর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই সঙ্গীত প্রেমী। বিয়ের পর থেকেই চুটিয়ে প্রেম চলছে তাঁদের। বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাঁদের প্রেমের একাধিক ছবি। এবার তাঁদের আরও এক নতুন ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। যেখানে নেহা জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে তিনি যেন স্বর্গে আছেন। রোহানপ্রীতের সঙ্গে স্বর্গ সুখ উপভোগ করছেন নেহা। 

Video Top Stories