Union Budget 2022: বাজেটে কীসের দাম বাড়ল আর কীসের কমল, দেখে নিন

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। বাজেট মানেই সবার নজর থাকে কীসের দাম বাড়ল আর কীসের কমল। এবারও বাজেটে একাধিক জিনিসের দাম কমেছে এবং অনেক জিনিসেরই দাম বেড়েছে। 

/ Updated: Feb 01 2022, 05:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, মঙ্গলবার বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। বাজেটে দেশের উন্নয়নের দিকেই বিশেষ জোর দিয়েছে মোদী সরকার। একাধিক বিশেষ ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। বাজেট মানেই সবার নজর থাকে কীসের দাম বাড়ল আর কীসের কমল। এবারও বাজেটে একাধিক জিনিসের দাম কমেছে এবং অনেক জিনিসেরই দাম বেড়েছে। বস্ত্র, জুতো-চটিতে শুল্ক হ্রাস। দাম করছে মোবাইল ফোন এবং চার্জারের। দাম কমছে কৃষি উপকরণের। সস্তা হচ্ছে হিরের অলঙ্কার। রত্ন এবং অলঙ্কার শিল্পে ৫ শতাংশ কর কমল। পলিশড হীরে ও রত্নের দাম কমছে। ছাতার দাম বাড়ছে এবং ইস্পাতজাত দ্রব্যরও দাম বাড়ছে। ছাতার উপর শুল্ক বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। বাজেটে রাসায়নিকের আমদানী শুল্কও কমানো হয়েছে। ইমিটেশন জুয়েলারির দাম কমছে এছাড়াও দাম কমছে পেট্রোলিয়াম পণ্যের জন্য প্রয়োজনীয় রাসায়নিকের। অন্যদিকে দাম বাড়ছে সমস্ত আমদানীকৃত পণ্যর এবং ইস্পাতজাত যেকোনও দ্রব্যর।