Union Budget 2022: বাজেটে ১০ টি বড় ঘোষণা নির্মলা সীতারমন-এর

গঙ্গার ধারে ক্যামিক্যাল ফার্ম তৈরির ঘোষণা। কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার প্রকল্প। জৈব চাষের ওপর বিশেষ জোর দিচ্ছে ভারত সরকার। প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যান আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। 
 

/ Updated: Feb 01 2022, 04:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। বাজাটে এবার বেশ কিছু বড় ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। গঙ্গার ধারে ক্যামিক্যাল ফার্ম তৈরির ঘোষণা। কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার প্রকল্প শুরু হতে চলেছে এবার দেশে। চাষের উন্নয়নের কথা মাথায় রেখেই এই ঘোষণা। জৈব চাষের ওপর বিশেষ জোর দিচ্ছে ভারত সরকার। প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যান আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। দেশেই তৈরি হবে এবার ই-গাড়ি তৈরির ব্যাটারি। আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে এটা একটা বড় ঘোষণা। দেশের পাঁচটি নদীর সংযোগকারী এক প্রকল্প ওপর কাজ হবে বলেও ঘোষণা করা হয়েছে। নারী শক্তির কথা ভেবে তিনটি প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে ভারতে, যা আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের। তপশিলি শিশুদের জন্য বিশেষ টেলিভিশন চ্যানেলের ঘোষণা। ডিজি রুপি নিয়ে ভাবনা ভারত সরকারের। দ্বাদশ শ্রেণী পর্যন্ত আঞ্চলিক ভাষায় পড়াশোনার ওপর জোড়।