লকডাউনের গেরোয় চাকরি প্রার্থীরা, ব্যস্ত সময়ে পথ অবরোধ বর্ধমান শহরে

  • করোনা রোধে রাজ্য়ে সাপ্তাহিক লকডাউন
  • লকডাউনের গেরোয় এবার চাকরীপ্রার্থীরা
  • আবেদনপত্র জমা দিতে না পেরে পথ অবরোধ
  • পুলিশের মধ্যস্থতায় অবরোধ উঠল 
     

/ Updated: Aug 11 2020, 06:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লকডাউনের গেরোয় এবার চাকরিপ্রার্থীরা! সকালের ব্যস্ত সময়ে পথ অবরোধ করা হল বর্ধমান শহরে, বনদপ্তরের অফিসের সামনে। পুলিশ গিয়ে অবরোধকারীকে বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিন কয়েক আগে পূর্ব বর্ধমান জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বনদপ্তর। চাকরি পাওয়ার আশায় ফর্ম সংগ্রহ করেছিলেন বহু যুবক-যুবতী। মঙ্গলবার সকালে যথারীতি বর্ধমান শহরের গোলাপ বাগ লাগোয়া বনদপ্তরের অফিসে ফর্ম জমা দিতে আসেন অনেকেই। কর্মপ্রার্থীদের দাবি, ৩০ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু এদিন আচমকাই নোটিশ জারি করা হয়, ফর্ম জমা নেওয়ার শেষ দিন ১০ জুলাই! এর প্রতিবাদে বনদপ্তরের অফিসের সামনে রাস্তায় বসে পড়েন কয়েকশো কর্মপ্রার্থী। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  কর্মপ্রার্থীদের অভিযোগ অবশ্য মানতে চাননি পূর্ব বর্ধমান জেলার বন আধিকারিক দেবাশীষ শর্মা। তিনি জানিয়েছে, ২০ জুলাই যে বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে স্পষ্টভাবে বলা হয়েছিল, লকডাউন ও ছুটির দিনে বাদে সাতটি কর্মদিবসে ফর্ম জমা নেওয়া হবে। সেই হিসেব্ ১০ অগাস্ট ছিল আবেদন জমা দেওয়ার শেষদিন।