শুধু আম নয় আমের পাতা থেকেও প্রচুর আয় সম্ভব

গ্রীষ্মকাল মানেই আমের চাহিদা থাকে তুঙ্গে। আম বিক্রি করে অনেকেই প্রচুর আয় করেন। তবে শুধু আম নয়, আমের পাতাও এখন রোজগারের পথ দেখাচ্ছে। আমের পাতা বিক্রি করেই অনেক চাষিরাই লাভের মুখ দেখছেন এখন।

/ Updated: May 07 2022, 07:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গ্রীষ্মকাল মানেই আমের চাহিদা থাকে তুঙ্গে। আম দিয়ে তৈরি হয় নানান খাবার। সারা বছর মানুষ গ্রীষ্মকালের এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। এই আম বিক্রি করে অনেকেই প্রচুর আয় করেন। তবে শুধু আম নয়, আমের পাতাও এখন রোজগারের পথ দেখাচ্ছে। আমের পাতা বিক্রি করেই অনেক চাষিরাই লাভের মুখ দেখছেন এখন। পুজোর আম পাতার প্রচুর চাহিদা থাকে। তবে বেশ কিছু আম গাছ রয়েছে যা চাষ করা হয় পাতার জন্যই। এই আম গাছের চাষ করা হয় তার পাতা জৈব সার ও ভার্মি কম্পোস্ট তৈরির জন্য। আমের পাতা বিক্রি করে বছরে লক্ষাধিক টাকা পর্যন্ত লাভ করা সম্ভব হয়। মূলত সুবর্ণরেখা জাতের আম গাছ রোপনের মধ্যে দিয়েই এই চাষ করা হয়। তবে এই গাছের পাতা তোলা হয় এক বিশেষ পদ্ধতিতে, পাতা বিক্রি হয় বহু জায়গায়।